Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1101. বাষ্পের তাপ পরিবাহিত হয় কীসের মাধ্যমে?
পরিচলনের
বিকিরণের
বিকিরণ ও পরিবহনের
বিকিরণ ও পরিচলনের
1102. রিয়্যাকশন টারবাইন সাধারণত ব্যবহার করা হয় কোথায়?
পানিবিদ্যুৎ কেন্দ্রে
তাপবিদ্যুৎ কেন্দ্রে
গ্যাসবিদ্যুৎ কেন্দ্রে
কোনোটিই না
1103. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে প্রাইম মুভার হিসেবে ব্যবহৃত হয়?
স্টিম ইঞ্জিন, গ্যাস টারবাইন
স্টিম টারবাইন, গ্যাস টারবাইন
স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন
স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন
1104. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কোনটি?
বিয়ারিং
সিল
রেড
স্টাফিং বক্স
1105. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালির সাদৃশ্য কোনটি?
গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট
ওয়াটার টারবাইন পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
1106. স্টিম টারবাইনের কার্যদক্ষতা কত?
30% হতে 40%
15% হতে 25%
50% হতে 70%
70% হতে 40%
1107. চাহিদা পরিমাণ বাষ্প সরবরাহ করে কোনটি?
ন্যাচারাল ড্রাফ্ট
যান্ত্রিক ড্রাফট
ফোর্স ড্রাফট
ইনডিউসড ড্রাফট
1108. যে যন্ত্রের সাহায্যে - রূপান্তর করা হয়,তাকে টারবাইন বলে।
পানির শক্তিতে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে
যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে পানির শক্তিকে
গতিশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে
কোনোটিই নয়
1109. রিজেনারেটরসহ গ্যাস টারবাইন সাইকেলের তাপীয় দক্ষতা বৃদ্ধি পায় কখন।
প্রেসার অনুপাত বাড়লে
প্রেসার অনুপাত কমলে
প্রেসার অনুপাত স্থির থাকলে
উপরের কোনোটাই নয়
1110. যে সাইকেলে টারবাইনের এগজস্ট গ্যাসকে বায়ুমণ্ডলে। নিক্ষিপ্ত না করে পুনরায় কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, তাকে কোন ধরনের গ্যাস টারবাইন সাইকেল বলে?
আংশিক বন্ধ
উন্মক্ত
বন্ধ
কোনোটাই নয়
1111. স্টিম কন্ডেন্সারের মাধ্যমে নিম্নের কোনটি কন্ডেন্স করে?
এগজস্ট স্টিম
লিকেজ স্টিম
সুপারহিটেড স্টিম
কোনটিই নয়
1112. নিচের কোনটি ভেপার পাওয়ার সাইকেল নয়?
র‌্যাংকিন সাইকেল
অটো সাইকেল
রিহিট সাইকেল
টপিং সাইকেল
1114. গ্যাস টারবাইন প্রধানত কত প্রকার?
গ্যাস টারবাইন: * যে টারবাইন গ্যাস ব্যবহারের মাধ্যমে ঘূর্ণন গতি প্রাপ্ত হয়, তাকে গ্যাস টারবাইন বলে। ২। টারবাইন প্রাইম মুভার হিসেবে কাজ করে। ৩। টারবাইন ব্রেড ঘূর্ণনের ফলে জেনারেটরের সাদে কাপলিং করে পাওয়ার উৎপাদন করে থাকে। গ্যাস টারবাইন প্রণেত দুই প্রকার। যথা- (ক) এলেন বাইরেস গ্যাস টারবাইন ও (গ) ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন। 1. According ke the Push of Working Substance i) Closed Cycle Gas Turbine : (ii) Open Cycle Gas Turbine : (iii) Semi-Chosed Gas Tarbine : 2. According in the Process of Heat Abierto (i)Costa Pressure Gas Turbine : (ii) Constant Volume Gas Turbine :
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
1115. যে বাষ্পের মধ্যে জলীয় কণা থাকে না, তাকে কী বলা হয়?
সম্পৃক্ত বাষ্প
ভিজা বাষ্প
অতি উত্তপ্ত বাম্প
শুকনা বাষ্প
1116. স্টিম টারবাইন কত প্রকার?
স্টিম টারবাইনঃ স্টিম টারবাইন একটি প্রাইম মুভার, যাতে স্টিমের ক্রমাগত ভরবেগের পরিবর্তন কাজে লাগিয়ে চলমান অংশে ঘূর্ণন গতি পাওয়া যায়। স্টিম ক্রিয়ার মোড অনুসারে টারবাইন তিন প্রকার, যথা- ক) ইম্পালস টারবাইন (খ) রিয়্যাকশন টারবাইন (গ) ইম্পালস-রিয়্যাকশন টারবাইন স্টিমের চাপ অনুসারে টারবাইন তিন প্রকার যথা - (ক) লো-প্রেসার টারবাইন, (খ) হাই-প্রেসার টারবাইন ও (গ) মিক্সড প্রেসার টারবাইন।
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1117. স্টিম প্রাইম মুভার পরিচালিত হয় কী দ্বারা?
তাপ দ্বারা
গ্যাস দ্বারা
স্টিম দ্বারা
বিদ্যুৎ দ্বারা
1118. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি ১০০ মেগাওয়াটের জন্য প্রতি ঘন্টায় বাষ্পের প্রয়োজন-
Geothermal power plam প্রধানত তিন প্রকার, যথা- (1) Dry ateam power plant (150° তাপমাত্রা ন্যূনতম প্রয়োজন) (ii) Flash system power plant (180° তাপমাত্রা ন্যূনতম প্রয়োজন) (iii) Binury system power plant (57° তাপমাত্রা ন্যূনতম প্রয়োজন) নিম্নে Binary system power pinat-এর 2000kW data পর্যালোচনা করা হলো- Gross power output - 2000W Hearing media - steam and brine separated at wellhead Steam inlet pressure - 4bir Steam inlet temperature - 143.6°C (Saturated) Steam flaw rate - 4.96 kg/bec Brine inlet temperature - 143.1°C Brose flow rate - 17.82 kg/sec Cooling system - air-cooled temperature Efficiency - 35% (25 °C dead saate semp) সুতরাং, উপরোক্ত Data bave করে 100MW Plant- Steam per hour বের করা হলো – 2004W - এর জন্য স্টিমের প্রয়োজন = 4.96kg/sec = 4.46 × 60 × 60kg/h = 17856 kg/h 1KW = 17856 × 10²/2000 = 892800 kg/h এক্ষেত্রে, আমরা অপশন (ক) কাছাকাছি সঠিক ধরে নিতে পারি।
9,00,000 কেজি
8,00,000 কেজি
7,00,000 কেজি
5,00,000 কেজি
1119. স্টিম টারবাইনের সর্বোচ্চ ক্ষমতা কত হতে পারে?
বিভিন্ন তাপীয় নক্ষতা অনুসারে স্টিম টারবাইনের ক্ষমতা নির্ভর করে সর্বোচ্চ 50%-এর তাপীয় দক্ষতা অনুসারে 1200MW (16000K) HPP) হতে থাকে।
২০,০০০ আরপিএম
৩০,০০০ আরপিএম
২০০,০০০ অশ্বক্ষমতা
৩০০,০০০ অশ্বক্ষমতা
কোনোটিই নয়
1120. সুপারহিটেড (Superheated) টিমের ড্রাইনেস ফ্র্যাকশন (Dryness fraction) হলো-
১.০
>১.০
<১.০
উপরের কোনোটিই সত্য নয়