2558. যা সাধারণ বাতাসে অক্সিজেন সহযোগে পুড়ালে প্রচুর তাপ উৎপন্ন করে, তাকে কী বলে?
জ্বালানি বলতে ঐ সকল দাহ্য বস্তুকে বুঝায় যা অক্সিজেন, বায়ু বা অন্য কোনো জারকের সহায়তায় প্রজ্বলিত হয়ে কোনোরূপ ক্ষতিকর উপজাত (By-product) ছাড়াই প্রচুর তাপ শক্তি উৎপাদন করে এবং যা সুলভে গৃহস্থালি ও শিল্পকর্মে ব্যবহার করা যায়। অথবা, "যে সকল রাসায়নিক বা পারমাণবিক শক্তির অধিকারী বন্ধু নিয়ন্ত্রিত হারে তাপ শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়, তাকে জ্বালানি বলে।"