Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2582. কার্নোট সাইকেলের দক্ষতা বাড়ে কীভাবে?
ইঞ্জিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি করে ও সর্বনিম্ন তাপমাত্রা কমিয়ে কার্নোট সাইকেলের দক্ষতা বৃদ্ধি করা যায়। কিন্তু কার্নোট সাইকেলে দক্ষতার প্রভাব বা বৃদ্ধি উচ্চ তাপমাত্রা বৃদ্ধির তুলনায় নিম্ন তাপমাত্রা হ্রাস এ বেশি হয়ে থাকে।
সর্বোচ্চ তাপমাত্রা বাড়ালে
সর্বোচ্চ তাপমাত্রা কমালে
সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালে
সর্বনিম্ন তাপমাত্রা কমালে
2583. কার্নোট সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
তাপমাত্রার সীমা
প্রেসার রেশিও
অ্যয়তন সংকোচন রেশিও
কাট অফ রেশিও
2584. মলিয়ার ডায়াগ্রামের সাহায্যে কী প্রকাশ করা হয়?
এনট্রপি ও এনথালপির সম্পর্ক
সুপ্ততাপের সম্পর্ক
স্টিমের সম্পর্ক
স্টিমে জলীয় বাষ্পের সম্পর্ক
2585. সর্বপ্রথম অটো সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিন চালাতে সক্ষম হয় কোন বিজ্ঞানী?
ড. নিকোলাস
নেলসন অটো
ড. জর্জ অটো
ড. ভিয়া অটো
2586. আন্তঃশক্তির যোগফল এবং চাপ ও আয়তনের গুণফল হলো-
সম্পাদিত কাজ
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
2587. স্টিম ইঞ্জিন নিম্নের কোন সাইকেল অনুসারে কাজ করে থাকে?
অটো সাইকেল
র‌্যাকিন সাইকেল
ডিজেল সাইকেল
ডুয়েল সাইকেল
2588. কোন সাইকেলকে র্যাঙ্কিন সাইকেলের পরিমিত (Modified) সাইকেল বলা হয়?
অটো সাইকেলকে
কার্নোট সাইকেলকে
ডিজেল সাইকেলকে
ভেপার সাইকেলকে
2589. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
এখানে, ইঞ্জিনের কর্মদক্ষতা, n = 25%=25/100 = ¼ সিংকের তাপমাত্রা, T₂ = 27°C = (273+27)K = 300K উৎসের তাপমাত্রা, T₁ =? আমরা জানি, n = T₁ -T₂ / T₁ বা,1/4 = T₁ - 300 / T₁ বা, 47 T₁ - 1200 = T₁ বা, 3 T₁ = 1200 বা, T₁ = 400K বা, T₁ = (400-273) °C T₁ = 127°C সুতরাং, কার্নট ইঞ্জিনের উৎসের তাপমাত্রা =127°C (Ans.)
227°C
327°C
127°C
27°C
2590. এনথালপির সমীকরণ কোনটি?
কোনো প্রবাহীর প্রবাহজনিত কাজ (Flow work) বা শক্তি, তার চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ PV দিয়ে প্রকাশ করা হয়। আবার ওই প্রবাহীর অন্তর্নিহিত শক্তি E, যা এর তাপমাত্রার সমানুপাতিক। তাই, এই দুটি শক্তির সমষ্টি কোনো প্রবাহীর ক্ষেত্রে একটি ধর্ম (Property) বলে বিবেচিত হয়, প্রবাহীর এই ধর্মকে মোট তাপ বা এনথালপি বলা হয়। এনথালপি তাপের এককে প্রকাশ করা হয় এবং । দিয়ে সূচিত করা হয়। একক ভরের এনথালপিকে আঃ এনথালপি বলা হয়। এনথালপির উপরিউক্ত সংজ্ঞা অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহীর ক্ষেত্রে P পরম চাপে যদি আয়তন হয় এবং এর অন্তর্নিহিত শক্তির মান E হয়, তবে ওই প্রবাহীর এনথালপির মান হবে- H = PV/J+E
H= E+PV/J
E+H = PV/J
PV/H =EJ
H =E- PV/J
2591. পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কী?
পেট্রোল ইঞ্জিন ⇒অটো সাইকেল, ডিজেল ইঞ্জিন ⇒ডিজেল সাইকেল, গ্যাস টারবাইন ⇒ জ্বল সাইকেল, হিট ইঞ্জিন ⇒র্যাংকিন সাইকেল, স্টারলিং ইঞ্জিন ⇒ স্টারলিং সাইকেল।
অটো সাইকেল
জুল সাইকেল
র‌্যাকিন সাইকেল
স্টারলিং সাইকেল
2592. গ্যাসে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপির পরিবর্তন কী হবে?
পজিটিভ
নেগেটিভ
পজিটিভ বা নেগেটিভ
কোনোটিই নয়
2593. কার্নোট (Carnot) চক্রে সর্বোচ্চ দক্ষতা (Efficiency) হয় কীসে?
রিজার্সেবল প্রসেসঃ যে প্রক্রিয়ায় কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায়। ফিরিয়ে আনা যায় তাকে রিভার্সেবল প্রসেস বলে। রিভার্সিবল ইঞ্জিন সর্বোচ্চ Maximum) এবং সর্বনিম্ন (Minimum) তাপমাত্রায় কাজ করে বিধায় কার্নোট চক্রে এর দক্ষতা সর্বোচ্চ হয়ে থাকে।
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
গ্যাস টারাবাইনে
নিভার্সিবল ইঞ্জিনে
2594. গ্যাসের আণবিক গতির সাথে যে শক্তি নিহিত -
গ্যাসের আণবিক গতির (Molecular motion) সাথে যে শক্তি নিহিত থাকে, তা হলো গতিশক্তি (Kinetic energy)। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায় ফলে গ্যাসের আণবিক গতি বাড়ে।
গতিশক্তি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
এনথালপি
2595. নিচের কোনটি এন্ট্রপির সমীকরণ?
এন্ট্রপি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। প্রতি ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তনে যে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায়, তাকে এন্ট্রপি বলে। এটি ক্রিয়াশীল পদার্থের একটি তাপীয় গুণ, যা তাপ প্রয়োগে বৃদ্ধি পায় এবং তাপ অপসারণে হ্রাস পায়। এন্ট্রপি, ds = dQ/T
P/T
dQ /T
dQ /T
T/ dQ
2596. এনট্রপি কোন ডায়াগ্রাম থেকে পাওয়া যায়?
P-V ডায়াগ্রাম
T-S ডায়াগ্রাম-
P-h ডায়াগ্রাম
T-h ডায়াগ্রাম
2597. অটো সাইকেল কীসের উপর নির্ভর করে কাজ করে?
আয়তনের
চাপের
তাপমাত্রার
তাপের
2599. অটো সাইকেল গঠিত হয় কীভাবে?
1.2 রিভার্সিবল এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস (Reversible Adiabbatic Compresion Process) 2-3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস (Constant Volume Process) 3-4 রিভার্সিবল এডিয়াবেটিক এক্সপানশন প্রসেস (Reversible Adiabatic Expansion Process) 4-1 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস (Constant Volume Process)
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং একটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
2600. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া