ইলেকট্রোডের শ্রেণিবিভাগ (Classification of Electrodes)। ইলেকট্রোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা-
১। ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Consumable electrodes)
২। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Non-consumable electrodes)
আর্ক রভেন্ডিং - এর সময় নিম্নলিখিত সরঞ্জামগুলো দরকার-
১। বৈদ্যুতিক উৎস (এসি বা ডিসি) (Source of current AC or DC)
২ । পরিবাহী তার বা ক্যাবল (Welding cable)
৩। ইলেকট্রোড (Electrode)
৪ । ইলেকট্রোড হোন্ডার (Electrode holder)
৫। হেলমেট ও হ্যান্ড শিশু (Helmet and hand shield)
৬। ওয়েন্ডিং জিগ (Welding cig
ফ্লাজ একটি রাসায়নিক ধাতু মিশ্র যা গ্যাস ওয়েল্ডিং করার সময়। ধাতু কে অক্সিজেনে সাথে মিশ্রণ ক্রিয়া (Oxidation) এবং অন্যান্য আনাকাঙ্কিত রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধে সাহায্য করে।
ফ্লাক্সের কাজ-
১। অক্সিডেশন হতে জোড়ত্বানকে রক্ষা করে।
২ । সৃষ্টি অক্সাইড দূর করে।
৩ । অন্যান্য অপদ্রব্য পাব্দ (Stag) হিসেবে দূর করে।
৪ । শক্তিশালী ও অধিকত্বর নমনীয় জোড় তৈরিতে সাহায্য করে।