2. স্থায়ী খরচ কোনটি?
স্থায়ী খরচঃ উৎপাদন কম বা বেশি হলেও যে খরচ একই থাকে এবং উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, তাকে স্থায়ী খরচ বলে। যেমন- প্রকৌশলী, প্রশাসক, ফোরম্যান ও তদারককারীর বেতন ভাতাদি, বাড়ি ভাড়া, যন্ত্রপাতির অপচয়, বিমা ইত্যাদি স্থায়ী খরচের অন্তর্ভুক্ত।