পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে।
এখানে
S= Standard (স্ট্যান্ডার্ড)।
W = Workpiece (ওয়াকপিস)।
I= Instrument (ইনস্ট্রুমেন্ট)।
P = Person (পারসন)।
E=Environment (এনভায়রনমেন্ট)।
মেজারিং ইনস্ট্রমেন্ট:
১। প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে।
২ । পরিদর্শন কাজে ব্যবহার হয়।
৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই জটিল, তাই দাম বেশি।
৪। উদাহরণ যেমন- সাইন বার, ভার্নিয়ার ক্যালিপার্স, মাইক্রোমিটার ইত্যাদি।
ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র।।
ভার্নিয়ার ধ্রুবক=প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক কাগের মান/ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা
ভার্নিয়ার ধ্রুবক= প্রধান স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের মান - ভার্নিয়ার স্কেলের একটি ভাগের মান।
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান- প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভার্নিয়ার -স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
মেজারিং টুলস :
১। নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং টুলস বলে।
২। পরিদর্শন কাজে ব্যবহার হয় না। উৎপাদন কাজে ব্যবহার হয়।
৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই সহজ, তাই দাম কম।
৪। উদাহরণ যেমন- স্টিল রুল, কম্বিনেশন সেট, সারফেস গেজ ইত্যাদি।
পরিমাপবিজ্ঞান (Metrology) : মেট্রো অর্থ মাপ এবং লজি অর্থ বিজ্ঞান। সুতরাং পরিমাপ বিজ্ঞানকেই এক কথায় মেট্রোলজি বলে। অর্থাৎ উৎপাদিত পণ্য এবং যন্ত্রাংশের পরিমাণ তথা সঠিকতা নির্ণয়ের কলাকৌশলকেই পরিমাণ বিজ্ঞান বলে।
পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে।
এখানে
S= Standard (স্ট্যান্ডার্ড)।
W = Workpiece (ওয়াকপিস)।
I= Instrument (ইনস্ট্রুমেন্ট)।
P = Person (পারসন)।
E=Environment (এনভায়রনমেন্ট)।