Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
381. পরিদর্শন কাজে ব্যবহৃত হয় কোনটি?
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
স্টিল রুল
382. মাইক্রোমিটার কোন গেজ দিয়ে ক্যালিপার্স, ডায়াল ইন্ডিকেটর-এর সঠিকতা যাচাই করা যায়?
ফিলার গেজ (Feeler gauge)
স্লিপ গেজ (Slip gauge)
রিং গেজ (Ring gauge)
প্লাগ গেজ (Plug gauge)
383. ভার্নিয়ার স্কেল কোন বিজ্ঞানী উদ্ভাবন করেন?
নিউটন
ডালটন
পিয়ারেন ভার্নিয়ার
কোনোটিই নয়
385. কোনটি নন-প্রিসিশন যন্ত্র?
ছয়টি নন-প্রিসিশন ইনস্ট্রমেন্টের নাম: ১। স্টিল রুল, ২। কম্বিনেশন সেট, ৩। প্লেইন প্রোটেকটর, ৪। ট্রাই-স্কয়ার, ৫। সেন্টার গেজ, ৬। ক্যালিপার্স।
স্টিল রুল
সেন্টার গেজ
মাইক্রোমিটার
ক ও খ
386. প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে?
মেজারিং ইনস্ট্রমেন্ট: ১। প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। ২ । পরিদর্শন কাজে ব্যবহার হয়। ৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই জটিল, তাই দাম বেশি। ৪। উদাহরণ যেমন- সাইন বার, ভার্নিয়ার ক্যালিপার্স, মাইক্রোমিটার ইত্যাদি।
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
387. মোর'স (Mohr's) স্কেলের রেঞ্জ কত?
১ হতে ৪
১ হতে ১৪
১ হতে ১০
১ হতে ১৬
388. ভার্নিয়ার ধ্রুবক?
ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র।। ভার্নিয়ার ধ্রুবক=প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক কাগের মান/ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা ভার্নিয়ার ধ্রুবক= প্রধান স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের মান - ভার্নিয়ার স্কেলের একটি ভাগের মান।
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান- প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভার্নিয়ার -স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
ক ও খ
কোনোটিই নয়
389. পরিমাপ পদ্ধতির সঠিকতার উপাদানগুলো কয়টি?
পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে। এখানে S= Standard (স্ট্যান্ডার্ড)। W = Workpiece (ওয়াকপিস)। I= Instrument (ইনস্ট্রুমেন্ট)। P = Person (পারসন)। E=Environment (এনভায়রনমেন্ট)।
৩টি
৫টি
৪টি
৬টি
390. প্রিসিশন ইনস্ট্রুমেন্ট-এ কৌণিক মাপ মাপা যায়-
১ মিনিট
২ সেকেন্ড
১ সেকেন্ড
৫ মিনিট
391. সার্বজনীন ডিভাইডার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
বিন ট্র্যামেল
ডিভাইডার
কম্পাস
এমুলার গেজ
392. নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে? মেজারিং টুলস মেজারিং ইসস্ট্রমেন্ট ক ও খ কোনোটিই নয়
মেজারিং টুলস
মেজারিং ইসস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
393. সূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
0.0001mm
0.01mm
0.001mm
0.05mm
396. সঠিকতার উপর ভিত্তি করে মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণিবিন্যাস কয়টি?
ব্যাখ্যা: মেজারিং ইনস্ট্রমেন্ট-এর প্রকারভেদঃ মেজারিং ইনস্ট্রমেন্ট প্রধানত দুই প্রকার, যথা- ১। অসূক্ষ্ম যন্ত্রপাতি (Now-prrestuan Instruments) ২। সূক্ষ্ম যন্ত্রপাতি (Precision instruments)
২টি
৪টি
৩টি
৫টি
397. চাপ অঙ্কনে কোনটি ব্যবহৃত হয়?
সারফেস প্লেট
ক্যালিপার
ডিভাইডার
এমুলার গেজ
398. পিয়ারেন ভার্নিয়ার কোন দেশের অধিবাসী ছিলেন।
আমেরিকা
ইতালি
জাপান
ফ্রান্স
399. কোনটি প্রিসিশন যন্ত্র?
পাঁচটি প্রিসিশন যন্ত্রের নাম: (১) কম্বিনেশন চয়ার (Combination spare ) (২) সারফেস ফিনিশ গেজ (Surjuce finish gauge) (৩) সাইনবার (Sinibar) (৪) ভার্নিয়ার বিভেল যোট্যাইর (Vemier bevel protractor) (৫) ভার্নিয়ার হাইট গেল (Vernier height gauge)
সাইনবার
মাইক্রোমিটার
ভার্নিয়ার বিভেল প্রোট্রেট্রাক্টর
উপরের সবগুলো
400. কত সালে ভার্নিয়ার স্কেল উদ্ভাবন করা হয়?
১৬৫০ সালে
১৬৭০ সালে
১৬৩০ সালে
১৬৩১ সালে