271. নিম্নের চারটি পদার্থের মধ্যে সর্বাপেক্ষা নমনীয় (Ductile) কোনটি?
নিচে Ductile material-সমূহকে সর্বাপেক্ষা হতে সর্বনিম্ন আকারে সাজানো হলো-
1. Gold 2. Silver 3. Platinium 4. Iron 5. Nickel 6. Copper 7. Aluminium 8.Tungsten 9. Zinc 10 Tin 11. Lead
274. একটি ধাতুকে পিটিয়ে প্লেট তৈরি করার জন্য নিম্নবর্ণিত কোন গুণাগুণ থাকা দরকার?
ব্যাখ্যা: নমনীয়তা (Ductility) : কোনো ধাতুতে টানা লোড প্রয়োগ করলে ধাতুটি না ছিঁড়ে লম্বা হওয়ার গুণই হলো ধাতুর নমনীয়তা (Ductility)। এই গুণের কারণে পদার্থ টেনে লম্বা তারে পরিণত করা যায়।
ঘাতসহতা (Malleability) চাপা লোডের কারণে কোনো ধাতুর ফাটল ব্যতিরেকে স্থায়ী বিকৃতি লাভের ধর্মকে ঐ ধাতুর Malleability বলে। এই গুণের কারণে কোনো ধাতুকে সহজে হাতুড়ি দিয়ে পিটিয়ে বা রোল করে প্লেট তৈরি করা যায় বা পাতলা শিট-এ পরিণত করা যায়।
রেজিলিয়েন্স (Resilence) : স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুতে লোড প্রয়োগ করে তার বিকৃতি ঘটালে রাতে যে শক্তি সঞ্চিত হয়, তাকে বিকৃতি শক্তি (Strain energy) বলে এবং বস্তুর এই বিকৃতি শক্তি বাবদের সামর্থ্যকে তার রেজিলিয়েন্স বলে।