287. নিম্নের কোন কার্যক্রম কেমিক্যাল মেটালার্জি বিষয়ের অন্তর্ভুক্ত?
ব্যাখ্যা : প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি (Process or Chemical metallurgy): ধাতু নিষ্কাশন (Mrial cxtraction), বিগান (Sorting) পরিশোধন (Refining) সরণীকরণ (Alloying প্রভৃতি বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াসমূহ এবং ধাতু ও ধাতু সংকরের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে ধাতুবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি বলে। মনীকরণ, তাপজারণ, ভস্মীকরণ, প্যতন ইত্যাদিও এর আওতাভুক্ত।