255. ডুয়ালুমিন কোন মৌলের সংকর?
এটি অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু, যাতে—
তামা-Ca-3.5%-45%
ম্যাঙ্গানিজ, Mn-04-0.7%
ম্যাগনেশিয়াম Mg-0.4%-0.7%
লোহা এবং সিলিকন (Fed) সর্বোচ্চ 0.7%
এবং অবিশষ্ট অ্যালুমিনিয়াম সমন্বয়ে গঠিত সংকর ধাতু। উড়োজাহাজ, গাড়ির পার্টস, আর্কিটেকচারাল পার্টস, বৈদ্যুতিক কেবল ও ফুড কনটেইনার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।