199. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
কাটিং টুলসের বিভিন্ন অ্যাঙ্গেলের সংজ্ঞা নিম্নে নেয়া হলো-
(i) সাইড র্যাক অ্যাঙ্গেল (Side rack angle) : টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে সাইড র্যাক অ্যাঙ্গেল বলে।
(ii) ব্যাক র্যাক অ্যাঙ্গেল (Rock rack angle): টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে ব্যাক র্যাক অ্যাঙ্গেল বলে।
(iii ) এন্ড রিলিফ অ্যাঙ্গেল (End relief angle) :এন্ড ক্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোগউৎপন্ন হয়, তাকে এন্ড রিলিফ অ্যাঙ্গেল বলে।
(iv) এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল (End cutting edge angle): টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি করে, তাকে এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল বলে।