206. অধিক পরিমাণ গিয়ার একসাথে তৈরি করতে প্রয়োজন-
(ক) গিয়ার হকিং (Gear bobbing) ? গিয়ার হবিং হলো এমন একটি ক্রমাগত উৎপাদন প্রক্রিয়া যেখানে ক্রমাগত চলমান কাজের সময় একই সাথে অনেকগুলো গিয়ারের দাঁত কাটা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে Spur হেলিক্যাল (Helicat), ওয়ার্ম হুইলস (Worm wheets). সেরেশন (Serrations), স্লাইন্স (Spliars) ইত্যাদিসহ বিভিন্ন ধরনের গিয়ার তৈরি করা যায়। এই পদ্ধতির প্রধান সুবিধা হলো অধিক পরিমাণ সাধারণ গিয়ারগুলো একসাথে উৎপাদন করা যায়।
(খ) গিয়ার শেপিং (Gear shaping) গিয়ার শেপিং একটি উৎপন্ন প্রক্রিয়া। এই প্রত্রিনয়াটির মাধ্যমে তৈরিকৃত গিয়ারগুলোর দাঁতকে সম্পন্ন করা হয়। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে ক্লাস্টার গিয়ার (Cluster gears), অভ্যন্তরীণ গিয়ার (Internal geurs), র্যাক (Racks) ইত্যাদি উৎপাদন করা যায়। অর্থাৎ যে গিয়ার হবিংয়ে তৈরি করা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।
(গ) গিয়ার মিলিং (Gear milling): গিয়ার মিলিং গিয়ার তৈরির জন্য প্রাথমিক এবং সবচেয়ে পরিচিত এবং ধাতু অপসারণ প্রক্রিয়াগুলোর মধ্যে একটি অন্যতম। এই পদ্ধতিতে একটি মিলিং মেশিন ব্যবহার করা হয়। আর এটি শুধুমাত্র খুব কম মাত্রিক নির্ভুলতার প্রয়োজনে গিয়ার তৈরির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ নির্ভুলভাবে কম গিয়ার উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
(ঘ) গিয়ার কাস্টিং (GEar casting) ডাই কাস্টিংয়ের মাধ্যমে জটিক ও কঠিন গিয়ারগুলো একই সময়ে অধিক পরিমাণ গিয়ার উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে প্রতিটি টুলিং কার্যক্রম অল্প সময় নেই এবং গিয়ার উৎপাদনের সময় গিয়ারের সারফেস ফিনিসিং অনেক মসৃণ হয়। এই পদ্ধতিতে স্প্র (Spur), হেলিক্যাল ওয়ার্থ (Helical warm), ক্লাস্টার (Cluster) ও বিভেল গিয়ার (Bevel geur) উৎপাদন করা হয়ে থাকে।