ব্যাখ্যা : তাপ তিন পদ্ধতিতে একস্থান থেকেঅন্য স্থানে সঞ্চালিত যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অনু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণক্ষর অংশ থেকে শীতলতর। অংশে তাপ সঞ্চালন করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অনুগুপের চলাচল যারা টিকতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হায়, তাকে পরিচলন রণে। যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরলের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।
138. কোনো তরলের তাপ বর্জনের হার তরলে তার পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের-
ব্যাখ্যা: কোনো গ্যাসের তাপমাত্রা সংকট তাপমাত্রার নিচে হলে হালকা চাপ প্রয়োগেই তা লিকুইড-এ পৌছায়। কিন্তু গ্যাসের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে থেকে যতই চাপ প্রয়োগ করা হউক না কেন লিকুইড অবস্থায় পরিণত হয় না।