251. ফ্রেয়ন (Freon) এখন একটি অনুপযুক্ত রেফ্রিজারেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ-
আর-২২ (R-22) নামে পরিচিত Freum-কে ২০ জানুয়ারি ২০২০ সাল হতে পৃথিবীর কোথাও তৈরি ১২ হতে দেওয়া হবে না, যা পরিবেশ সংস্থা কর্তৃক Refrigeram air জানানো হয়েছে। এই conditioning system-এর অন্যতম Refrigerant হিসাবে বিবেচিত ছিল, কিন্তু এটি পরিবেশের জন্য হুমকিদায়ক, যা পৃথিবীর চারদিকের ওজোন স্তরকে ধ্বংস করে
252. একটি রেফ্রিজারেন্ট-এর কাঙ্ক্ষিত গুণাগুণ কোনটি?
ব্যাখ্যা: রেফ্রিজারেন্টের চারিত্রিক বৈশিষ্ট্যও রেফ্রিজারেন্টের যে-সব গুণাবলি থাকা উচিত তা নিম্নে আলোচনা করা হলো-
(i) বয়েলিং তাপমাত্রা কম থাকতে হবে।
(ii) যেন সহজে জ্বলে না যায় এ রকম হতে হবে।
iii) নন-টক্সিন (Non-toxin) হতে হবে।
(iv) এটিকে তৈলের সাথে মিশে যাওয়ার ক্ষমতা থাকতে হবে।
(v) এটি যাতে আমাদের পরিবেশ এবং ওজোন স্তরের জন্য ক্ষতিকারক না হয় এ রকম হতে হবে।
258. রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্টসমূহের নিম্নলিখিত কোন গুণটি থাকা প্রয়োজন?
সুপ্ত তাপ (Latent heal) তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তুর এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে, তাকে ওই 'পদার্থের এই অবস্থা পরিবর্তনের সুপ্ত তাপ বা লীন তাপ বলে।
ব্যাখ্যা: পানি একটি তরল পদার্থ। প্রকৃতিতে পানি তিন অবস্থা বা দশায় (State) বিরাজ করে যেমন- কঠিন (বরফ), তরাদ (পানি) এবং য্যাসীয় বা বায়বীয় (জলীয় বাষ্প) বরফকে তাপ দিলে বরফ গলে তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, বাষ্পকে শীতল করলে আবার তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে শীতল করলে তা বরফে পরিণত হয়। বরফের গলনাঙ্ক ০° সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস।