তথ্য: মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি ৫২ এর ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয় ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি। পাঠানো হয় দিনাজপুর জেলে। দিনাজপুর জেল থেকে একসময় তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই লেখা হয় মুনীর চৌধুরীর অনবদ্য সৃষ্টি কবর নাটক।
46. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
তথ্য: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয় এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
49. মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
তথ্য: মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ এবং আবুল হুসেন। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলো বার্ষিক প্রকাশিত শিখা পত্রিকা।
54. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
তথ্য: ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x,2x,3x => x + 2x + 3x = 180° => 6x=180°
অতত্রব, x = 30 deg আমরা জানি, a / (sin 30 ^ 0) = b / (cos 60 ^ 0) = c / (sin 90 ^ 0) => a / (1/2) = b / (v * 3/2) = c / 1 => (a / b) / c = ((1/2) / v * 3 / 2) / 1 = 1 / v * 3 / 2
বৃহত্তম বাহ্ ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত=২:১
59. 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
তথ্য: দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল রায় নামেও পরিচিত ছিলেন। তার বিখ্যাত গান 'ধনধান্য পুষ্পভরা, "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ " ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
তথ্য: দেহে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে রিকেটস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবজনিত রোগ। বেরিবেরি শব্দটি এসেছে সিংহলি ভাষা থেকে, যার অর্থ' আমি পারি না'।' আমি পারি না' অর্থাৎ এ রোগের রোগী ভীষণ দুর্বল হয় এবং কোনো কাজ করতে পারে না। ভিটামিন এ এর ঘাটতির কারণে রাতকানা রোগ হতে পারে। সাধারনত টকজাতীয় খাদ্যে থাকে ভিটামিন সি। আর শরীরে এই ভিটামিন সি এর অভাব দেখা দিলে স্কার্ভি রোগ দেখা দেয়।