67. পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
তথ্য: মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি সৈয়দ আলাওল রচিত 'পদ্মাবতী' হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ। 'পদ্মাবতী' তার অমর কীর্তি। এ কাব্যে বাড়বতা ও কাল্পনিকতার চমৎকার মিশেল আছে। বাস্তবতা ও আলৌকিকতার সংমিশ্রণে 'পদ্মাবতী' কাব্যেটি তিনি মাগন ঠাকুরের আদেশে রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা।