2. নিম্নের কোনটি আগ্নেয় শিলা?
তথ্য: শিলা প্রধান তিন প্রকার। ১/ আগ্নেয় শিলা (সংস্কৃত অগ্নি থেকে উদ্ধৃত, যার অর্থ আগুন) ২/ পাললিক শিলা ৩/ রূপান্তরিত শিলা। ১/ ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ও ব্যাসল্ট দুটি প্রধান
আগ্নেয় শিলা।
২/ পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। যেমন: বেলেপাথর, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ।
৩/ রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারন করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে শ্লেট, এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট পরিণত হয়।