55. একদল সৈন্য ট্রেনিং করছে। একজন লোক সৈন্যদলের একজনকে জিজ্ঞাসা করলো তোমরা কত জন? উত্তরে সৈন্যটি বললো আছি যত আসবে তত, তার অর্ধেক, তার সিকি এবং তোমাকে নিয়ে শতজন। কয়জন সৈন্য ট্রেনিং নিচ্ছে?
আছি যত = ৩৬, আসবে যত ৩৬, তার অর্ধেক ১৮, তার অর্ধেক ৯, আমি = ১, মোট = ১০০ জন।