ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। অপরদিকে, ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে শব্দ বলে।
11. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে হালদা। এটি পরে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
দেশে বিদেশে হচ্ছে নান্দনিক কথা সাহিত্যি সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনি। অন্য কোন ভ্রমণ কাহিনী আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এতটা জনপ্রিয় অর্জন করতে পারে নি।
যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে ' Concert for Bangladesh'এর আয়োজন করা হয়।
জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম ছিল, বিটলস (১৯৬০ সালে) প্রতিষ্ঠিত।
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা। এ ভূখন্ডের সাথে বাংলাদেশের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোর রয়েছে যা তিন বিঘা করিডর নামে পরিচিত।
হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা।
এই উপত্যকা থেকে হালদা নদীর উৎপত্তি। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
20. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে Concert for Bangladesh' এর আয়োজন করা হয়। পন্ডিত রবিশঙ্করের আহবানে জর্জ হ্যারিসন এই কনসার্টে যোগ দেন। কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।