247. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
ড-পন্ডিত (ইংরেজি + তৎসম) শব্দ যোগে গঠিত।
আরো কিছু মিশ্র শব্দ:
- হেড মৌলভী (ইংরেজি + ফারসি)
- রাজা-বাদশা (তৎসম + ফারসি)
- হাট-বাজার (বাংলা + ফারসি)
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম)
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি)
- পকেট-মার (ইংরেজি + বাংলা)
আরবি ভাষার অন্যান্য শব্দ- আতর, আদায়, আবির, আসামি, জলসা, জল্লাদ, হাজির, হাওয়া, নবাব, বিলাত, মুলুক, মেয়াদ, শামিল, কানুন, কায়দা, কিসিমি, তবলা, জমা, খালি ইত্যাদি উল্লেখযোগ্য।
249. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
ব্যাখ্যা: উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
259. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে- (বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার: ২০)