159. 'বকলম' শব্দটি বাংলা ভাষায় এসেছে- [সোনালী ব্যাংকের অফিসার/১৯/ রূপালী ব্যাংকের জুনিয়র অফিসার/ ১৩]
ব্যাখ্যা: 'বকলম' শব্দটি ফারসি উপসর্গ 'ব' এবং আরবি 'কলম' থেকে 'বকলম' হয়েছে। কিন্তু ৯ম-১০ শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ' বইয়ের ৬৮ পৃষ্ঠায় 'বকলম' শব্দটিকে ফারসি উপসর্গযুক্ত শব্দের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।