41. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিমি.?
সমাধান: ধরি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মি.
এবং পরিসীমা = 4a মি.
শর্তমতে, 4a = 400:
a = 100 মি
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a²
= (100)2
= 10000 বর্গ মি.
=10000 / 1000 × 1000 বর্গ কি.মি.
= 1/100 বর্গ কি.মি.
= 0.01 বর্গ কি.মি.