126. Sunshade-এর নিচে গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম
জানালার উপরে বৌদ্রের তাপ, আলো, বৃষ্টির কাপটা, পানি চুইয়ে ভিতরে যেন না আসে তা প্রটেক্ট করার জন্য যা দেওয়া হয় তাকেই sunshade বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Sunshade এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম Dip Course.
2. জানালার নিচের দেওয়ালের উপর নির্মিত আনুভূমিক মেম্বারকে কী বলে- Sill.
3. কোনো ফাঁকা জায়গার উপর কাঠামোর লোডকে দুই পাশে স্থানান্তর করার জন্য কোনটি নির্মাণ করা হয় Lintel.
4. কোনো ফাঁকা জায়গার উপর কাঠামোর লোডকে দুই পাশে স্থানান্তর করার জন্য ওয়েজ আকৃতির কোনটি নির্মাণ করা হয় Arch
5. মাটির সমান্তরালে এক কোর্স গাঁথুনি যদি দেওয়াল পৃষ্ঠের বাহিরে কিছুটা বের হয়ে থাকলে তখন তাকে কী বলে- String Course
6. দেওয়াল ও ছাদের সংযোগ স্থলে দেওয়ালের বাহিরে বর্ধিত
স্নাবকে কী বলে কার্নিশ।