Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
141. আবাসিক বিল্ডিং-এ damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়। দিনে-SAE
(DPC) Damp Proof Couse. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক জ্বর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজনা DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্লিস্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. আবাসিক বিল্ডিং এর DPC সাধারণত কোথায় হয়- Plinth level. 2. Wall এর বাইরে নিম্নপ্রান্তে বর্ধিত অনুভূমিক অংশকে কী বলে - plinth. 3. জানালার নিম্নস্থ wall এর উপর নির্মিত কোর্সকে কী বলে- সিল। 4. মাটির সমান্তরালে ইটের গাঁথুনির এক কোর্সকে বর্ধিত করা হয় তাকে বলে স্ট্রিং কোর্স। 5. Damp Proof Course (DPC) মাপের একক m² (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০) 6 . ভূমিতল হতে প্লিছ তলের উচ্চতা কত? ১-৫০-৬০ সেমি
Plinth level
Ground level
Ceiling
Water table level
142. Ready mix concrete-t slump বেশি রাখা যায়-
উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিকেটর মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি বেশি রাখা হয়। উত্তর সহ কয়েকটি গুরুত্বতুন প্রশ্ন 1. Ready Mix concrete এ slump বেশি রাখা হয়- দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য। 2. Concrete i slump কী নির্দেশ করে workability. 3. Beam, slab ইত্যাদির জন্য কংক্রিটের নতি কত 5 cm to 10 cm. 4. Slump test এ ব্যবহৃত রড়ের ব্যাস কত 16 mm.
strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Cocrete pump করে ব্যবহার করার জনা
concrete এর জমাট বাধা রোধ করার জন্য
143. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
144. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
145. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
146. a বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের সেকশন মডুলাস হবে-
a^1/12
a^4/6
a^3/12
a^4/√12
147. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউবের এর ডাইমেনশন কত?
Concrete morter দিয়ে ব্লক তৈরি করে। ব্লকগুলি Curing-এর পর Compression machine crushing level টা দেখা হয় কত KN লোড সে নিতে পারে। এটা পরিমাপ করা হয় Concrete- Compressive এর মাধ্যমে। Compressive Test- এর জন্য ব্যবহৃত কিউবের ডাইমেনশন 70.6mm×70.6mmx70.6mm উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব এর ডাইমেনশন কত- 70.6 mm. 2. Cement Compressive strength নির্ণয়ের জন্য ব্যবহৃত mortar এর অনুপাত 1:3. 3. Cement এর Compressive strength test 3 দিন পর strength হবে 105 Kg/cm². 4. Cement dit Compressive strength test i cube টি কয় ঘণ্টা পানিতে নিমজ্জিত রাখা হয়- 24.
4’’ × 4’’ × 4’’
4cm x 4cm x 4cm
2’’ × 2’’× 2’’
2cm x 2cm x 2cm
148. Concrete Workability কার উপর নির্ভর
Concrete-এর Workability নিচের বিষয়গুলোর উপর নির্ভরশীল (1) মিশ্রাণে পানির পরিমাণ (2) পানি সিমেন্টের অনুপাত (3) অ্যাগ্রিগেট সিমেন্টের অনুপাত (4) সঠিক গ্রেডিং (5) সিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে 1. Concrete এর workability কার উপর নির্ভর করে- Aggregate cement ratio, water cement ratio, Aggregate grading.
Aggregate-Cement ratio
Water-Cement ratio
Aggregate Grading
উপরোক্ত সব
149. d ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সেকশন মডুলাস হলো-
π d^3/8
π d^3/16
π d^3/32
π d^3/ 64
150. RTM বলতে কী বুঝায়?
এটি একটি Tendering procurement | এর অপর নাম Limited Bidding and Selective Tendering এই Tendering প্রক্রিয়ায় শুধুমাত্র Shortlisted Firmগুলো Tenderdrop করতে পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ প্রশ্ন L. RTM বলতে কী বুঝায়- Restricted Tendering Method. 2. PPR means Public Procurement Regulations. 3. CPM means - Critical Path Method. 4. PERT-Programme Evaluation and Review Technique. 5. BOQ means Bill of Quantities.
Restricted Tendering Method
Routine Tendering Method
Reserved Tendering Method
Request for Project
151. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর
152. Fine aggregate এর সর্বোচ্চ particle size
ফাইন অ্যাগ্রিগেটের সর্বনিম্ন আকার 0.075mm এবং সর্বোচ্চ। আকার 4.75 mm. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 7. Fine aggregate এর সর্বনিম্ন particle size কত- 0.075 mime (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০) 8. Fine aggregate এর সর্বোচ্চ আাকার কত 4.75 mm. 9. Coarse aggregate এর সর্বনিম্ন আকার 4.75 mm. (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০) (BWDB12-12-2020) 10. Coarse aggregate এর সর্বোচ্চ আকার 75 mm.
2.75 mm
4.75 mm
6.5 mm
1.25 mm
153. Slump test এর জন্য bullnosed এর যে রঙ ব্যবহার করা হয় তা
Slump test করার জন্য bullnosed এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া ১৬ মিমি উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Slump test এর জন্য bullnosed এর যে রড ব্যবহার করা হয়, তার dia- 5/8", 16 mm. 2. Slump test এর জন্য bullnosed এর যে রড ব্যবহার করা হয়, তার length-60 cm. 3. Slump cone di size 10 cm dia(top), 20 cm dia of bottom, 30 cm height. 4. Slump test এর সাহায্যে কংক্রিটের কী নির্ণয় করা হয় - workability.
3/4’’
1/2’’
5/8’’
7/8’’
154. The number of treads in a flight is equal to mee
প্রতি ফ্লাইটের ট্রেডের সংখ্যা রাইজারের সংখ্যা-১। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The number of treads in a flight is equal to - risers-1. 2. Stair এর ঢাল সাধারণত কত হয় 25° to 40°, 3. Stair এর রাইজারের উচ্চতা কত 15 cm to 18 cm. 4. Trade এর প্রশ্ন কত 23 cm to 27 cm.
risers in the fight
risers plus one
.risers minus one
. none of this
155. পরিবহনের সময় Coarse aggregate যদি mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেমিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Blending বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. পরিবহনের সময় Coarse aggregate যদি mortar থেকে পৃথক হয়, তখন তাকে বলে-segregation. 2. খোয়ার ভিতরের ভয়েড পূরণ করে কোনটি বালি। 3. বালির ভিতরের ভয়েড পূরণ করে কোনটি সিমেন্ট। 4. 1:1:2 অনুপাতের কংক্রিটের জন্য পানি-সিমেন্ট অনুপাত কত- 0.45.
Segregation
Blending
Creeping
Shrinkage
156. b বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের রেডিয়াস অব জাইরেশনের মান
b/√12
b/12
b/10
b^4/√12
157. সংস্পর্শ তলের কিসের ওপর ঘর্ষন বল নির্ভর--
অমসৃণতার
স্থির ঘর্ষণ
মসৃণতার
কোনটাই নয়
158. প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?
1. প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি Planning Commission. 2. Bar charts are suitable for minor works. 3. The first stage of a construction is Initial of proposal. 4. The probability of completion of any activity within it's expected time is-50%
Construction Supervision
Material testing
Tendering Authority
Planning Commission
160. Aggregate এ bulk density কার উপর নির্ভর করে?
Aggregate de bulk density এর মানের উপর Aggregate এর ঘনত্বের পরিমাণ জানা যায়। Bulk density- এর মান যত বেশি হবে Aggregate-এর ঘনত্ব তত বেশি হবে। এটি কংক্রিটের আকার, বিন্যাস এবং কম্প্যাকশনের উপর নির্ভর করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ প্রশ্ন 1. Aggregate & bulk density কোন property এর উপর বেশি নির্ভর করে grading, compaction, shape. 2. নিচের কোনটি coarse aggregate - Gravel 3. নিচের কোনটি fine aggregate - sand. 4. নিচের কোনটি concrete helping materials - water. 5. Concrete এর workability নির্ভর করে aggregate de - আকৃতির উপর।
Shape
Compaction
Grading
উপরোক্ত সব