38. থিওডোলাইট এমন একটি যন্ত্র যা দ্বারা সঠিকভাবে মাপা যায়-
Explained: থিওডোলাইট এক প্রকার কোন পরিমাপক যন্ত্র। এর সাহায্যে অতি সূক্ষভাবে অনুভূমিক ও উলম্ব কোন পরিমাপ করা যায়। কোন পরিমাপের মাধ্যমে ট্রাভ্যর্স জরিপ, ত্রিভুজায়ন জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, টেকোমিটরি জরিপ কার্য করা হয়ে থাকে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে- 360°.
2. নন-ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি কোণ পরিমাপ করতে পারে- 45°
3. অনুভূমিক অক্ষে উল্লম্ব তলে ঘুরানো যায় কোনটিকে- ট্রানজিট থিওডোলাইট।
4. যেকোনো পরিমাণের উল্লম্ব কোণ পরিমাপ করা যায়-ট্রানজিট থিওডোলাইট।