ডেটাম হলো একটি নির্দিষ্ট সমতল, যাকে Reference করে পৃথিবীপৃষ্ঠে অন্যান্য বিন্দুর উন্নতি বা অবনতির হিসাব করা হয়। আর প্রস্থচ্ছেদ অঙ্কন করার সুবিধার জন্য ডেটাম সমতলের সমান্তরাল যে রেখা অঙ্কন করা হয় তাকে ডেটাম রেখা বলা হয়।
570. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
তথ্য: একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে, দৈর্ঘ্য ও প্রন্থ দেওয়া থাকলে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। বাট, ক্ষেত্রফল ও গভীরতা দেওয়া থাকলে আয়তন নির্ণয় সম্ভব।
উত্তর:ক