463. ঘের ডানাবর্তে অগ্রসরমান হলে (P + a ± 180) প্রতিটি স্টেশন মাপা হয়-
কোনো ঘেরের অন্য সকল রেখার বিয়ারিং বের করার সময় যে রেখার বিয়ারিং দেওয়া থাকে তার সাথে পরবর্তী স্টেশনের অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ যোগ বা বিয়োগ করে প্রাপ্ত মান 180- এর কম হলে 180 যোগ করে অথবা 180-এর বেশি হলে 180 বিয়োগ করে পরবর্তী রেখার বিয়ারিং বের করতে হয়। বামাবর্তে অন্তঃস্থ কোণ = P + a ±180°
বামাবর্তে বহিঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে অন্তঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে বহিঃস্থ কোণ = P + a±180°
MSL বা Mean sea level-কে datum ধরে অর্থাৎ উচ্চতা ০ ধরে ভূপৃষ্ঠের অন্যান্য স্থানের RL হিসাব করা হয়। MSL-এর উপরের স্থানের RL positive এবং নিচের স্থানের RL negative.
467. একটি চেইন সার্ভে কাজে কোনো এলাকাকে নিম্নোক্ত কোন ধরনের ক্ষেত্রে ভাগ করা হয়?- [DM-19]
শিকল জরিপে কোনো নির্দিষ্ট এলাকাকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করে সরজমিনে সরাসরি
ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেয়া হয়। এতে কোণের মাপ গ্রহণ করা হয়
না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকায় নকশা অঙ্কনে অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা সহজ।
468. সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সময় কোণ মাপতে ব্যবহৃত হয়- [BBA-19]
পানি সমতল হতে যে-কোনো স্থানের সাউন্ডিং বিন্দুর কোণ নির্ণয় সেক্সট্যান্ট দ্বারা করা যায়। এর সাহায্য
টেলিস্কোপের মাধ্যমে একটি আনুভূমিক রেখা স্থির রেখে অন্য একটি রেখা দর্পণের মাধ্যমে আনুভূমিক
রেখার সাথে 0°-120° পর্যন্ত কোণ নির্ণয় করতে পারে।
469. কোন দপ্তরের দেয় BM reference হিসাবে ব্যবহার করা হয়?[MOCA-19]
আমরা জানি, বেঞ্চমার্ক চার প্রকার। Survey of Bangladesh (SOB) উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে GTS Benchmark স্থাপন করে। বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ GTS বেঞ্চমার্কের মধ্যে পরিচিত উচ্চতায় স্থায়ী বেঞ্চমার্ক স্থাপন করে। সেক্ষেত্রে বেঞ্চমার্ক নির্দিষ্ট করা না থাকায় ক ও খ উভয়ই উত্তর হবে।
475. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m
477. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
ব্যাখ্যা: RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m