388. কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? - [SB-16]
ক্রান্তি বাঁকের শুরুতে সুপার এলিভেশনের মান শূন্য এবং দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বেড়ে ক্রান্তি বাঁকের শেষ বিন্দুতে অর্থাৎ বৃত্তাকার বাঁকের সাথে সংযোগস্থলে পূর্ণমাত্রায় সুপার এলিভেশন প্রাপ্ত হয়।