বাঁকের দুই স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দীর্ঘ জ্যা বলা হয়।
দীর্ঘ জ্যা, L = 2R sin ∅/2
এখানে, L = দীর্ঘ জ্যা
R = বাঁকের ব্যাসার্ধ
∅ = প্রতিসরণ কোণ।
: উল্লম্ব ব্যবধান : পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে উল্লম্ব ব্যবধান বলা হয়।
কন্টুর ইন্টারডেল: পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে কন্টুর ইন্টারভেল বলা হয়।
সঠিক উত্তর: (ঘ)।