449. ভিত্তিরেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা প্রধান ত্রিভুজায়নকে যুক্ত করে, তার নাম-[BBA-19]
ব্যাখ্যা: ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুঠাম ত্রিভুজ কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজায়নের সাথে সংযোজিত করে নেয়া হয়। প্রধান ত্রিভুজায়নের সাথে ভিত্তিরেখার সংযোগ দানকারী ত্রিভুজমালাকে বেস নেট (Base net) বলা হয়।
453. ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল কোন দেশে?[BBA-19; BSCIC-19]
ব্যাখ্যা: নির্মাণ সাইটে লে-আউট প্রদান করার জন্য ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল। বর্তমানে খুঁটির সাহায্যে রশি দ্বারা লাইন টেনে লে-আউট দেওয়া হয়। ভূমিক চার কোনায় কাঠের তক্তা দ্বারা ব্যাটার বোর্ড নির্মাণ করা হয়। অতি প্রাচীন কাল থেকেই ৫৪ ব্যাটার বোর্ড পদ্ধতি যুক্তরাজ্যে প্রচলিত ছিল।
457. সার্ভেয়িং-এ রাইজ ও ফল প্রক্রিয়া সঠিকভাবে নির্ণয় করে-[MOLE-19]
ব্যাখ্যা: উঁচু-নিচু পদ্ধতিতে পশ্চাৎ পাঠ, মধ্যবর্তী এবং অগ্রবর্তী পাঠ ইত্যাদি সঠিকভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ, ZBS – EFS = ∑উঁচু ∑নিচু = শেষ আরএল প্রথম আরএল।