ব্যাখ্যা: 'এ' স্ট্রোক এর জন্য অতি উচ্চ কোনো অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টে বিপরীত চার্জ সৃষ্টি করতে কিছুক্ষণ সময়ের দরকার পড়ে। এটি বৈদ্যুতিক সিস্টেমে প্রচণ্ডতম আঘাত হানার ক্ষমতা রাখে। তবে এ প্রকার স্ট্রোক সচরাচর সংঘটিত হয় না। প্রয়োজনীয় প্রটেকশনের মাধ্যমে এর দ্বারা সৃষ্ট পাংসাত্মক প্রতিক্রিয়া অনেকাংশে রোধ করা যায়।
74. উপকেন্দ্রই আউটডোর সাবস্টেশন এর সাইজ কত kV হয়ে থাকে?
ব্যাখ্যা: উপকেন্দ্রে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও ৭০ সরঞ্জামসমূহ একটি খোলা জায়গায় অর্থাৎ মুক্ত ৭ আকাশের নিচে স্থাপন করলে তাকে আউটডোর ৭২ ক সাবস্টেশন বলে। সাধারণত 66২৮ বা তার উপরের সকল ভোল্টেজের জন্য আউটডোর টাইপ সাবস্টেশন ব্যবহার করা হয়।