Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. ক্যান্সার রোগের কারণ কী?
ব্যাখ্যা: বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। ভাইরাসের দুটি জীন ই, ও ই, পোষকদেহে জীনের সাথে একীভূত হয়। ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়।
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
উল্লিখিত সবগুলোই
62. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
65. Water content = 15%, Sp. gravity = 2.5, void ratio = 0.5, Degree of Saturation = ?
ব্যাখ্যা: Sr = Gsw e 2.5 x 15 0.5 Sr= = 75%
50%
75%
60%
৪০%
66. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য ক্ষার ধাতু হিসেবে। সোডিয়াম ব্যবহৃত হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতার ক্ষমতা বেশি।
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
67. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
ব্যাখ্যা: সিলিকন চিপ হচ্ছে অর্ধপরিবাহী সিলিকনের জন্য তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, LED ও LCD উন্নতমানের দুটি মনিটর।
এলইডি
আইসি
এলসিডি
সিলিকন চিপ
68. সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: যে লেন্সের প্রান্তভাগ ক্রমশ মোটা এবং মধ্যভাগ সরু, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়।
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
69. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে ফিলামেন্ট নামক তারের কুণ্ডলী থাকে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তাপ ও আলো উৎপন্ন হয়। এই ফিলামেন্ট টাংস্টেন ধাতুর তৈরি।
সংকর
টাংস্টেন
সিসা
তামা
70. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
ব্যাখ্যা: মোটরগাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয়, তাকে কার্বুরেটর বলে। সব ইঞ্জিনে কার্বুরেটর থাকে না। শুধু পেট্রোল ইঞ্জিনে ৩টি কার্বুরেটর থাকে।
বিমান ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
72. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
ব্যাখ্যা: WHO এর গাইডলাইন অনুযায়ী পানিতে এ এর গ্রহণযোগ্য মাত্রা 10ppb বা 0.05 ppm
5ppb
50ppb
10ppb
20pph
74. কুইক লাইম কোনটি?
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড (CaO)-কে লাইম বা কুইক লাইম বল্য হয়। প্রাচীন কাল হতে এটি জোড়ক সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়।
CaO
CaCO,
Ca(HCO3)2
Al₂ (SO₂)
75. একটি 5 day BOD test DO 2.5 mg/L হ্রাস পেল। Sample যদি 100 গুণ dilution করা হয়ে থাকে, তাহলে BOD₃ = ?
50 mg/L
100 mg/L
150 mg/L
250 mg/L
76. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
ব্যাখ্যা: Column-এ ব্যবহৃত Clear cover 40mm এবং ব্যবহৃত বার ডায়া-এর চেয়ে কম দেওয়া যাবে না।
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
77. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
78. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
79. একটি one-way slab-এর long এবং short span এর অনুপাত কত হয়?
ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে (22)1
< 1
1-1.5
1.5-2
> 2