168. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
ব্যাখ্যা: বাংলা ভাষায় এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ আছে, যারা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অর্থাৎ অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তাকে উপসর্গ বলে। যেমন- অ. অঘা, প্রতি, স্ব ইত্যাদি। উপসর্গ ৩ প্রকার।
বিরামচিহ্ন বাক্যের শেষে বসে, যেমন- প্রশ্নচিহ্ন (?), বিস্ময় ব্যাখ্যা: বাক্যের সমাপ্তি বুঝাতে দাঁড়ি ব্যবহৃত হয়। এরূপ আরও দুটি চিহ্ন (1)। দাঁড়ির বিরামের সময় ১ সেকেন্ড।
নোটঃ পল্লী কবি জসীমউদ্দীনের কাব্য হলো "মা যে জননী কান্দে"। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- রাখালী, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। সোনালী কাবিন আল মাহমুদের কাব্যগ্রন্থ। রাত্রিশেষ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।