ব্যাখ্যা: সিমেন্টের Specific Gravity বলতে নির্দিষ্ট আয়তনের সিমেন্টের সাথে সম আয়তনের পানির আয়তনের অনুপাতকে বুঝায়। পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে তা ৩.১-৩.১৬gm/ex হয়ে থাকে। তবে আদর্শ মান ৩.১৫ ধরা হয়ে থাকে।
ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA American Railway Engineering Association. BNBC = Bangladesh National Building Code.
ব্যাখ্যা: বিমের যে সেকশনে বা বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে, তাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে।
35. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
ব্যাখ্যা: রেলওয়েতে কংক্রিট স্লিপারকে আদর্শ স্লিপার ধরা হয়। কারণ কংক্রিট স্লিপার দীর্ঘকাল টিকে থাকে, পোকামাকড়ে আক্রান্ত করতে পারে না এবং এগুলো দাহ্য নয়। এগুলোর তলদেশ সমতল বিধায় স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।