ব্যাখ্যাঃ "আনন্দমঠ" বঙ্কিমচন্দ্রের অন্যতম উপন্যাস। তিনি বাংলা সাহিত্যে 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত। অন্যদিকে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত।
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে ১৮৪৭ সালে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তিনি 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন।