Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. উন্নত মানের বালু কখনো -হতে আহরিত হয় না।
সাগরের পানিতে লবণের মাত্রা অত্যাধিক যা নিমার্ণ কাজের জন্য ক্ষতিকর।
নদী
চর
সাগর
নালা
2. ইয়ং এর গুণাঙ্ক কার সবথেকে বেশি
স্থিতিস্থাকতা রাবারের সবথেকে বেশি হলেও ইয়ং এর গুণাঙ্ক তার সবথেকে বেশি ইস্পাতের।
রাবার
তামা
স্বর্ণ
ইস্পাত
3. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
নিউটনের গতি তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই মূলনীতি কাজে লাগিয়ে আধুনিক জেট বিমান চালানো হয়। জ্বালানীর নিম্নমুখী চাপ রকেটকে বা জেটকে উদ্ধমুখী ঠেলে দেয়।
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
4. ৫০ কেজি ওজনের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য কত লিটার পানির প্রয়োজন?
প্রতি ব্যাগ সিমেন্ট গোলাতে পানির প্রয়োজন ২২.৫ লিটার।
33
37
45
41
5. marble is known as (ভূতাত্বিকভাবে মার্বেল পরিচিত)
রুপান্তরিত পাথর: আগ্নেয় কিংবা পাললিক শিলা অত্যধিক তাপ ও চাপে পরিবর্তিত হয়ে যে নতুন শিলা গঠন কওে তাকে রুপান্তরিত পাথর বলে। যেমন: মার্বেল পাথর।
sedimentary rock (অধঃক্ষেপন পাথর)
igneous rock (আগ্নেয় পাথর)
mentamorphic (রুপান্তরিত পাথর)
stratified rock (স্তরিত পাথর)
6. ভূমিকম্পে সৃষ্ঠ তরঙ্গ কি ধরণের-
When seismic waves are first created, they travel outwards in all direction from their source. Body waves travel through the interior of the earth, and have two main types: P- Waves (Primary waves) are Longitudinal Waves. (লাম্বিক তরঙ্গ) S-Waves (Secondary waves) are Transverse Waves. (আড় তরঙ্গ)
আড় তরঙ্গ
লাম্বিক তরঙ্গ
আড় ও লাম্বিক তরঙ্গ
স্থির তরঙ্গ
7. ঘটনাটা শুনে রাখ-এ বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া
মৌলিক ক্রিয়া
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
8. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি বলের কারণে জলের ফোটাগুলো গোলক আকার ধারণের প্রবণতা দেখা যায়। তাহলেই বুঝতে পারছো তরল পদার্থের বিশেষ আকৃতির (গোলাকার) জন্য পৃষ্ঠটান বা তলটান দায়ী।
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
9. ঘটনাটি শুনে রাখ- বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
নিরন্ততা অর্থে
তাগিদ অর্থে
অনুমোদন অর্থে
আকাঙ্খা অর্থে
10. একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব পরিতাজ্য।ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে কাজে
ওভেন ড্রাইড, ঠান্ডা নমুনা পাথর কক্ষ তাপমাত্রায় ২৮ ঘন্টা ভিজিয়ে রাখা হয়।
5%
10%
15%
25%
11. A piece of timber whose thickness and width are respectively 5 cm and 10 cm is called. (৫ সেমি. পুরু ও ১০ সেমি. প্রশস্থ কাঠকে বলে-)
৫ সেমি. পুরু ও ১০ সেমি. প্রশস্থ কাঠকে বলে স্ট্রিপ (Strip)
Slate
Pluk
Strip
Board
12. কাস্ট আয়রণ- প্রতিক্রিয়ায় আহরিত হয়
ফার্নেস প্রতিক্রিয়ায় কাস্ট আয়রণ আহরিত হয়।
বেইজমার
সিমেন্টেশন
ক্রসিবল
ফার্নেস
14. রট আয়রণের কার্বনের সর্বোচ্চ মাত্রা-
রট আয়রণের কার্বনের সর্বোচ্চ মাত্রা
0.15%
1.3%
1.5%
2%
15. অনুসর্গের আর কী নাম রয়েছে?
অনুসর্গের আর এক নাম কর্মপ্রবচনীয়। যে সমপ্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কর্মপ্রবচনীয় বলে।
শব্দ সংক্ষেপ
কর্মপ্রবচনীয় অব্যয়
পদাশ্রিত অব্যয়
বিরক্তি
16. দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর?
চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াডং উপদ্বীপে অবস্থিত বিশ্বের ৯ম বৃহত্তম বন্দর পোর্ট অব দালিয়ান।
সুদান
ইরান
ইয়েমেন
চীন
17. ছাদের ঢালায়ে ব্যবহৃত পাথর কোনটি-
গ্রানাইট বিশ্বের সবচেয়ে কঠিন উপকরণগুলির মধ্যে একটি এবং হাজার হাজার বছর ধরে বিল্ডিংগুলিতে ব্যবহৃত হচ্ছে। একটি প্রাকৃতিক পাথর, এটি ভূগর্ভস্থ গভীর তাপ এবং চাপ দ্বারা গঠিত হয়।
গ্রানাইট
প্লেট পাথর
নিস
ব্যাসল্ট
18. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
বল ও সরণের মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে। কারণ, বল ও বলের দিকে সরণ কাজ কিন্তু কল ও বলের বিপরীত দিকে সরণ কাজ বলে গণ্য হবে না।
৯০
৬০
১৮০
20. সর্বোচ্চ ৭২% লোহা থাকে..... রডে।
ম্যাগনাটাইট, হেমাটাইট, লিমোটাইট, সাইড্রাইট হল লোহার আকরিক। ম্যাগনাটাইট হল লোহার আকরিকের সর্বোত্তম মানের এবং এতে ৭২% বিশুদ্ধ লোহা রয়েছে। হেমাটাইট ৬০% থেকে ৭০% বিশুদ্ধ লোহা আকরিক থাকে। লিমোটাইট ৪০% থেকে ৬০% বিশুদ্ধ আয়রন ধারণ করে। সাইডোরাইটে অনেক অমেধ্য রয়েছে এবং এতে মাত্র ৪০% থেকে ৫০% বিশুদ্ধ আয়রন রয়েছে।
ম্যাগনেটাইট
হেমাটাইট
লিমোনাইট
ব্ল্যাক ব্যান্ড