সিভিল ইঞ্জিনিয়ারিং এর "হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স MCQ
121. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ-
পানির পরিমাণ=100×24×60×60-86,40,000 ft.
উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশা
✓ একটি drain থেকে 100 cusec পানি 24 ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ-8640000 ঘনফুট।
Note:- মাটির যে স্তরে পানি জমা থাকে তাকে পানিধারক স্তর বা Aquifer বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুেরুত্বপূর্ণ প্রশ্ন
1. মাটির যে স্তরে পানি জমা থাকে Aquifer.
2. যখন ভূ-গর্ভস্থ পানির তল প্রবেশ্য স্তরের মাঝে বিদ্যমান থাকে, তখন তাকে বলে- Unconfined Aquifer.
3. যখন ভূ-গর্ভস্থ পানির তল দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে বিদ্যমান থাকে, তখন তাকে বলে Confined Aquifer.
4. কোন Aquifer কে water table aquifer বলে- Unconfined Aquifer.
5. The water bearing Strata is called- an aquifer.
6. Unconfined Aquifer এর upper surface এর pressure Atmospheric pressure এর সমান।
7. Confined aquifer এর upper surface কি নামে পরিচিত Peizometric layer.
124. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমান -
পানির পরিমাণ 100×24×60×60-86,40,000 ft
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুন প্রশ্ন
✓ একটি drain থেকে 100 cusec পানি 24 ঘণ্টা ঘরে প্রবাহিত
হলে প্রবাহিত পানির পরিমাণ-8640000 ঘনফুট।
মাটির যে স্তরে পানি জমা থাকে তাকে পানিধারক স্তর বা Aquifer বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. মাটির যে অরে পানি জমা থাকে- Aquifer.
2. যখন ভূ-গর্ভস্থ পানির তল প্রবেশ্য স্তরের মাঝে বিদ্যমান থাকে, তখন তাকে বলে- Unconfined Aquifer.
3. যখন ভূ-গর্ভস্থ পানির তল দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে বিদ্যমান থাকে, তখন তাকে বলে- Confined Aquifer.
4. কোন Aquifer কে water table aquifer বলে- Unconfined Aquifer.
5. The water bearing Strata is called-an aquifer .
6. Unconfined Aquifer এর upper surface এর pressare Atmospheric pressure এর সমান।
7. Confined aquifer এর upper surface কি নামে পরিচিত Peizometric layer.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কিউনেক যারা কী বুঝায়- m/sec.
2. Duty এর একক কোনটি - Hectares/cumec
3. Dalta এর একক কোনটি - Moter.
4. একটি খালে 125 দিন পানি প্রবাহিত হয়ে কৃষি ক্ষেত্রে মোট 38 cm গভীরতায় পানি প্রয়োগ করে ফসল উৎপাদন এ সক্ষম হয়। পানির Duty কত- 2842.11 Hectares/camec.
5. সাভারে একশত বিশ দিবসী ধানের ডিউটি 1130 hectares/cumec এবং এ সময়ের মধ্যে 4 cm কার্যকরী বৃষ্টিপাত হয়। সেচ পানির ডেল্টা কত- 0.88 π.
নদীর পানিতে আর্সেনিক ঘনত্ব স্বভাবিক অবস্থায় কম থাকে। অনবরত পানি উত্তোলনের জন্য অগভীর aquifer এর পানির লেভেল নিচে নেমে যাওয়ায় পানির সাথে আর্সেনিক মিশে পানি দূষিত হচ্ছে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন
1. কিউমেক দ্বারা কী বুঝায় - m/sec.
2. Duty এর একক কোনটি - Hectares/cumec.
3. Dalta এর একক কোনটি - Meter.
4. একটি খালে 125 দিন পানি প্রবাহিত হয়ে কৃষি ক্ষেত্রে মোট 38 cm গভীরতায় পানি প্রয়োগ করে ফসল উৎপাদন এ সক্ষম হয়। পানির Duty কত - 2842.11 Hectares/cumec.
5. সাভারে একশত বিশ দিবসী ধানের ডিউটি 1130 hectares/cumec এবং এ সময়ের মধ্যে 4 cm কার্যকরী বৃষ্টিপাত হয়। সেচ পানির ডেল্টা কত- 0.88 m.
130. Inertia force এবং surface tension- এর অনুপাতকে কী বলে?
Reynolds number হলো inertia force এবং viscous force এর অনুপাত। Inertia force এবং gravity force- এর বর্গমূলের অনুপাতকে Froude number বলে। Inertia force elastic force এর বর্গমূলের অনুপাতকে Mach number বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Inertia force এবং surface tension এর অনুপাতকে কী বলে- weber's number.
2. Inertia forces এবং viscosity forces এর অনুপাতকে কী বলে- Reynold's Number.
3. Reynold's number 2000 এর কম হলে প্রবাহটি কেমন - Laminar.
4. Reynold's number 4000 এর বেশি হলে প্রবাহটি কেমন - Turbulent.
136. Inertia force এবং surface tension-এর অনুপাতকে কী বলে?
Reynolds number হলো inertia force এবং viscous force এর অনুপাত। Inertia force এবং gravity force- এর বর্গমূলের অনুপাতকে Froude number বলে। Inertia force elastic force এর বর্গমূলের অনুপাতকে Mach number বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ প্রেরুত্বপূর্ণ প্রশ্ন
1. Inertia force এবং surface tension এর অনুপাতকে কী বলে weber's number.
2. Inertia forces এবং viscosity forces এর অনুপাতকে কী বলে Reynold's Number.
3. Reynold's number 1000 এর কম হলে প্রবাহটি কেমন Laminar.
1. Reynold's number 4000 এর বেশি হলে প্রবাহটি কেমন Turbulent. (owos-13-12-2020)
139. Ca²-160 mg/L, Mg 40 mg/L.. Total hardness (as CaCO₃)
160 Explained Total Hardness = 160/20x50+40/12x50
= 566.67 mg/L
= 567 mg/L as CaCO 3
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Ca 2-160 mg/1, Mg 2-40 mg/L. Total hardness (as CaCO,) কত- 567 mg/L
2. If 5 and H are strength and hardness index of a timber at 12% moisture content, the composite sleeper index, is - (S+10H)/20
3. The maximum permissible hardness for public supplies is - (115 mg/litre
4. One degree of hardness of water means a content of salts of - 14.25 mg/litre
140. Ca 160 mg/L, Mg 40 mg/L. Total hardness (as CaCO3) কত?
Total Hardness = 160/20x50+40/1250 x 50
=566.67 mg/L
= 567 mg/L as CaCO3
উত্তর সহ কয়েকটি অনুরূল অরুত্বপুন প্রশ্ন
1. Ca-160 mg/L, Mg-40 mg/L. Total hardness (as CaCO,) কত- 567 mg/L.
2. If S and H are strength and hardness index of a timber at 22% moisture content, the composite sleeper indes, is-(S+10H)/20.
3 . The maximum permissible hardness for public supplies is-(115 mg/litre
4. One degree of hardness of water means a content of salts of -14.25 mg/litre