সিভিল ইঞ্জিনিয়ারিং এর "হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স MCQ
141. নিচের কোনটি এর উপাদান নয়?
Water supply system এর উপাদানগুলো হলো:
Source of water
Collection system
Treatment system
Distribution system
flood hydrograph হল কোন স্থানের বৃষ্টিপাতের পরিমাণ ও নির্গমণের একটি গ্রাফিক্যাল উপস্থাপনা। flood hydrograph element
3 টি: Rising limb. Falling limb, Base flow or peak flow
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The quantity of water retained by the sub-soil against gravity, is known-Specific retention
2. To determine the discharge at a section in a stream from its rating curve, the required data are- stage at the section.
3. In the derivation of Thiem's formula, Q (SI- S2)/[2.3 log10(/)] the following assumption is not applicable-The well has been sunk up to the surface of the unconfined aquifer.
4. The peak of a 4 hour flood hydrograph is 240 m3 /sec. If the rainfall excess is 80 mm and base flow which is constant is 40 m3/sec, peak of 4hours unit hydrograph will be 25 m3/sec.
5. For the estimate of high floods in fan-shaped catchment, the formula used is - Inglis formula
145. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
গভীর নলকূপ থেকে পানি তোলার জন্য Submersible Centrifugal pump ব্যবহার করা হয়। কারণ Centrifugal pump ব্যবহার করে যে-কোনো তরল পদার্থকে এমনকি কম সান্দ্রতার তরলকেও উপরে তোলা যায়।
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
১। আমাদের দেশে অগভীর নলঙ্গকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়? ঢেঁকি পদ্ধতি
২। গভীর নলকূপ স্থাপনে নিচে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? আবর্তন খনন পদ্ধতি, ঢেঁকি পদ্ধতি
৩। সাধারণত নলকূপের ভূমিতল থেকে কত উপরে হাত পাম্প লাগানো হয়?- ৩০ সে.মি.
৪। নিচের কোনটি রেসিপ্রোকেটিং পাম্প?- সিঙ্গেল অ্যাক্টিং পাম্প
৫। নিচের কোনটি নিশ্চিত অপসারণকারী পাম্প? - রেসিপ্রোকেটিং পাম্প
৬। কোন পাম্প একবার প্রাইমিং করলে পুনঃপ্রাইমিং এর দরকার হয় না?- জেট পাম্প।
150. On the basis of Intensity of earthquakes in Bangladesh has been divided into generalized zone of. (বাংলাদেশকে কয়টি সিসমিক জোনে বিভক্ত করা হয়ে)
ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে সিসমিক রিস্ক জোন (Seismic risk zome) বলে। ১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করে। এ মানচিত্রে বাংলাদেশকে তিনটি প্রধান বলয়ে ভাগ করা হয়। আর এ বলয়গুলোকে একসাথে বলা হয় "সিসমিক রিস্ক জোন" যদি ও না ইঘইঈ-২০২০ তে এটা কে এর মাত্রায় উপর ভিক্তি করে ৪ ভাগে ভাগ করা হয়েছে যা।
1.Low (Zone 1) 2.Modetate (Zone II) 3. Serve (Zone III) 4. Very Serve (Zone IV)
উত্তর সহ কয়েকটি অনুরল গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Hydrodynamic pressure due to earthquake acts at a height of-4H/3 above the base .
2. Horizontal acceleration due to earthquake results in-Inertia force into the body of the dam.
3. The bracing between two columns of a steel tank will be designed to resist - Horizontal, shear due to wind or earthquake 2.5% of column loads.
4. Steel tanks are mainly designed for - Weight of tank.
5. For earthquake resistant masonry buildings, the vertical distance between openings one above the other in a load bearing wall shall not be less than -60cm
Aquifer হলো প্রবেশযোগ্য শিলা, বালি, পলল বা মাটির একটি ভূগর্ভস্থ স্তর, যা জল সংগ্রহ করে বা ধরে রাখে।
উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The drainage water intercepting the canal can be disposed of by passing the canal below the drainage in-
Super passage and canal syphon
2. River training for depth is achieved by - Groynes and bandalling
3. Pick up the correct statement from the following: - The top most water bearing strata having no aquifer, is known as non-artesian aquifer.
4. The rate of rainfall for successive 10 minute periods of a 60 minute duration storm, are shown in the below no
figure. If the value of index is 3 cm/hour, the runoff will be - 3cm.
5. A land is known as waterlogged - Capillary fringe reaches the root zone of plants
156. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের একমাত্র কৃত্তিম হ্রদ তৈরী করা
কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়।