Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
1. কোনটি দিয়ে প্রবাহ (discharge) পরিমাপ করা হয়?
Explained: current meter দ্বারা স্রোতের বেগ নির্ণয় করা হয়। pilot tube দ্বারা কোনো পাইপের নির্দিষ্ট সেকশনের বেগ পরিমাপ করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোনটি দিয়ে প্রবাহ (discharge) পরিমাপ করা হয়- Venturi meter. 2. Vacuum pressure কী বলে-- suction pressure. 3. একটি নন্ধুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় -বেগ 4. Piezometer tube দিয়ে পানির কী পরিমাপ করা হয়- Head of liquid.
current meter
anemometer
pitot tube
Venturi meter
2. Which is final setting time of ordinary Portland cement? সাধারণ পোর্টল্যান্ড সিমেনেটর চূড়ান্ত ঘনীভবন সময় কত?
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours. 2. The main ingredients of Portland cement are- Lime & Silica. 7. Portland cement এ Cao এর পরিমাণ- 6.3% 4.Portland cement এ SIO2 এর পরিমাণ- 22%. 5. Portland cement Al2O3= 7%, Fe2O3=3%, MgO-2%, SO2=2%, Alkalies =1%.
Note more than 10 hrs
Not more than 6 hrs
Not more than 8 hrs
Not more than 5 hrs
3. A good building stone is one which does not absorb more than....... of its weight of water after one day's immersion --
Explained: A good building stone shouldn't absorb more than 5% water but stone absorbing more than 10% should be rejected. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Best ballast contains stones varying in size from -2.0 cm to 5 cm 2. Ballast packed below and around the sleepers to transfer the load from sleepers to formation, generally consists of --Broken stones, Gravels, Moorum 3. The important test to be conducted on a stone used in docks and harbours is - Weight fast 4. The type of stone masonry in which stones of same height are laid in layers, is called --Course rub Ple masonry
5%
15%
10%
25%
4. Seasoning of timber is done for- (কাঠের ঋতুসহকরণ যে কারনে করা হয়-
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন In case of timber structures, the simple bending formula M fz may be applied for-- Rectangular beams up to 300 mm depth 2. The timber floor not spanning on the masonry wall but properly anchored to the wall gives - Loterol restraint but not rotational restraint 3. The advantage of a concrete pile over a timber pile, is-No restriction on length, No decay due to termites, Higher bearing capacity. 4. If 5 and H are strength and hardness index of a timber at 12% moisture content, the composite sleeper index, is-(S+10H)/20 5. The life of a wooden sleeper depends upon- Quality of its timber 6. Design of a timber beam in general is most critical in-Deflection
Increase moisture content
Decrese moisture content
Decrease strength
None of the above.
5. which on is the FM of sylet sand (নিচের কোনটি সিলেট বালি FM) ?
Explained: House building and research institute (HBRI) -অনুসারে সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৩ হতে ২.৯ হয়ে থাকে তবে, সাধারণত সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৫ ধরা হয়।
2.01
2.87
2.5
2.65
6. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোন বাধা প্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়
তথ্য: যখন তরল কতগুলো সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং প্রবাহের তরলটির বিভিন্ন কণার মধ্যে কোনো সংঘর্ষ হয় না তাকে ধারারেখা বা স্তরিত প্রবাহ হয়। ধারারেখা প্রবাহের বিভিন্ন বিন্দুতে তরলটির কণার বেগ ও অভিমুখ সমান থাকে। কিন্তু যদি কোনো প্রবাহে তরলে কণাগুলির মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হয় তখন সেই প্রবাহের বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হয়। বিক্ষুব্ধ প্রবাহে সান্দ্র তরলের উপর স্থিতিশীল, ক্রান্তিশীল বা অস্থিতিশীল প্রভাব পড়তে পারে। উত্তর: (ঘ)
বৃদ্ধি পায়
বাধা প্রাপ্ত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
7. Which of the following is an example of siliceious rock?
Explained The rofcks which contain silica in predominant amont are called as siliceious rocks. Presence of a large amount of free silica makes them harden and durable. Granite, greiss, quartzite, chert, etc. are example of siliccious rocks. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Percussion drilling is unsuitable in-Consolidated rocks 2. The type of pile which is driven at an inclination to resist inclined forces is known as-Eatter pile 3. The maximum bearing capacity of soil is that of- Hard rocka 4. Pick up the correct statement from the following : Sandmists of course particles of silica formal due to the Jisintegration frocks
qranite
gneiss
quartzite
all of these
8. The compreassive strength of granaite is –
Explained: The compressive strength of granite is 750 to 1350 kg/cm² or 70 to 130 mN/m²
50 to 70 MN/m²
70 to 130 MN/m²
130 to 170 MN/m²
170 to 200 MN/m²
9. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
তথ্য: এটি ভি নচ ক্রেস্টেও উপর জলের চূড়া পরিমাপ করে চ্যানেলের পানির প্রবাহ মিটারে ব্যবহৃত হয়। বিশেষত কম প্রবাহের হার পরিমাপ করার জন্য ভি নচ ওয়েয়ার বিশেষত ভাল, কারণ ভি নচের উপরের মাথাটি ছোট হওয়ার সাথে সাথে প্রবাহের অঞ্চল টি দ্রুত হ্রাস পায়। উত্তর: (গ)
আয়তাকার নচ
ট্রপিজিয়াম নচ
ভি নচ
স্টেটপড নয়
10. A first class brick should have a minimum crushing strength of (প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং, স্ট্রেস্থ–
Explained: crushing strength (বিচূর্ণন শক্তি)। ইটের চাপ শক্তি নির্ণয়ের জন্য এ পরীক্ষা করা হয়। এ পরীক্ষা ৬ থেকে ৮টি পর্যায়ক্রমে সাজিয়ে কম্পেশন টেষ্ট মেশিনের সাহায্যে (Universal Testing machine) চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ করার সময় ইটের বিচুর্ণন শক্তি নির্ণয় করা হয়। বিভিন্ন প্রকার ইটের ক্রাসিং স্ট্রেস্থ এর মান: ১ম শ্রেণির ইট =10.5MN/m²=10.5N/mm² ২য় শ্রেণির ইট =7.5MN/m²-7.5N/mm² ৩য় শ্রেণির ইট =3.5MN/mm² 3.5N/mm²
7MN/m²
10.5MN/m²
12.5MN/m²
14MN/m²
11. Laterite is chemically classified as-
Explained-Laterite is chemically classified as Argillaceous rock Laterite is a red coloured clayey material wich forms a topsoil in tropical regions. It is hard when it is dry.
calcareous rock
argillaceous rock
silicious rock
metamorphic rock
12. Which one is not the main consitituent of portland cement? [কোনটি পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান নয়?]
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Pick up the correct statement from the following:- A soil having pH value less than 7 is an acidic soil 2. For road pavements, the cement generally used, is- Rapid hardening cement 3. For construction of structures in sea water, the cement generally preferred to, is-Fortland-pozzolana 4. For the construction of thin R.C.C. structures, the type of cement to be avoided, is-Blast furnace slag Cement 5. The cement whose strength is a little lower than the ordinary cement during the first three months but attains afterwards the same strength, is known as Low-heat Fortland cement
Di-calcium silicate
Tri-calcium silicate
Tetra-calcium aluminorferrite
Fly ash
13. What is the minimum temperature for burning of bricks?
Explained: When bricks are fired in a kiln or clamp a ceramic bond should be formed. Depending on the type of clay, this happens at temperatures between 900°C and 1200°C. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A concrete structure is set on fire and the temperature raises to 1000°C. The strength of concrete as compared to original strength reduces to -20% 2. The temperature reinforcement in the vertical slab of a T-shaped R.C. retaining wall is - Frovided more on front face than on inner fac 3. Pick up the correct statement from the following: An increase in water content must be accompanied by an increase in cementntent, Angular and rough aggregates reduce the workability of the concrete The slwny of the rete mix decreases duz to an increase temperature 4. High temperature - Decreased the strength of concreat. 5.The value of the cuefficient of compressibility for Water at ordinary pressure and temperature in kg/cm is equal to -21,000
300°C-500°C
700°C-1000°C
500°C-700°C
1000°C-1200°C
14. When first class brick is sunk 24 hours in water how much water will absorbed of its weight?
Explained: A first class brick shall not absorb more than th 1/6 of its dry weight when inunersed in water for 24 hours. The water absorption capacity for the first class bricks should be under 20%. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. To obtain good bonding in brick masonry - First class bricks are used, Vertical joints in alternate urses are kept in plumb line. Eats are used where necessary 2. The type of pointing in which upper side of mortar joints is kept about 12 mm inside the face of the masonry and bottom is kept flushed with face of wall, is-Struck pointing 3. The wedge shaped bricks forming an arch ring. are called- Voussoirs 4. The maximum total settlement for isolated foundations on clayey soils should be limited to - 65 mm 5. The foundation which consists of a thick reinforced cement slab covering whole area to support heavy concentrated structural loads, is known as -Raft footing
1/3
1/6
1/4
1/7
15. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয় ?
Explained:- সিমেন্টের উপাদানগুলো হচ্ছে- CaO, SiO₂, MgO, Al₂O3, SO3,FC₂O₂ উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয় -Alo3. 2. Cement এ চুনের পরিমাণ কত- 63%, 3. Cement এ সিলিকার পরিমাণ কত- 22%. 4. Cement এ জিপসামের পরিমাণ কত-3% 5. Cement এ সেটিং টাইম মন্থর বারে কোনটি- জিপসাম।
SiO2
MgO
CaO
AIO3
16. Surface tension-এর একক কোনটি?
Explained:- বলের একক N। চাপের একক N/m² আপেক্ষিক ঘনত্বের একক N/m3 উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Surface Tension এর একক কোনটি- N/m. 2. কোন ধর্মের কারণে পানির ফোটা গোলাকৃতির হয় পৃষ্ঠটান। 3. যে তাপমাত্রায় কোনো একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয়, তাকে বলে সংকট তাপমাত্রা। 4. কোন তরলের পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে কোনটির সমান- পৃষ্ঠটান। 5. পৃষ্ঠটানের একক কোনটি-N/m.
N
N/m
N/m²
N/m²
17. স্টিল বিমের সেকশন নিচের ফোন আকৃতির হতে পারে?
Explained:সাধারণত H.L.L. হয়ে থাকে। 1. স্টিল বিষের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে- H 2. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান- সবগুলো। 3. RCC - Reinforced Cement Concrete. 4. RCC এর কোন উপাদানটি coarse aggregate - Stone. 5. RCC এর কোনটি helping materials- water. 6. RCC এর কোনটি binding materials -cement.
F
H
M
O
18. বেজিনের সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
Acv(mi)
Ac√(m/i)
Acv (m)
Ac√ (m/c)
19. The Final setting time of Ordinary Porland Cement should not be more than-- [সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের চূড়ান্ত ঘনীভবনের সময় সর্বোচ্চ]--
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়-30 minutes. 2. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours.
5 hours
7.5 hours
10 hours
12.5 hours
20. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপওে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
ব্যাখ্যা: কর্মদক্ষতা, π = 75%=0.75 P(output) = 1000x9.8x30/60=4900watt. P(input) = P(output)/ π = 4900/0.75-6533.33 Watt 6533.33/746HP=8.76HP উত্তর: (খ)
৮.০০ H.P (গ) (খ) (ঘ)
৯.০০ H.P
৮.৭৬ H.P
৯.২৫ H.P