Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
261. T-বিমের স্ল্যাবের অংশক্ষে বলা হয়-
ব্যাখ্যাঃ T-বিমের স্ল্যাবের অংশকে বলা হয় ফ্রেজ।
ওয়েব
ফ্রেজ
স্ল্যাব
কোনোটিই নয়
262. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
Explained: অন্তর্দহন প্রজ্জ্বলন ইঞ্জিন (Internal combustion engine): যে ইঞ্জিনে জ্বালানির দহন ক্রিয়া ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সম্পন্ন হয়, তাকে Internal combustion engine বলে। যেমন-পেট্রোল ইঞ্জিন গ্যাস ইঞ্জিন।
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
263. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
Explained: কোনো একটি বস্তুকে স্থির তরলের মধ্যে ডুবালে তরলের চাপ সবসময় বস্তুর তলের কেন্দ্রের নিচে হবে।
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
265. একটি আয়তাকার (rectangular) নালা থেকে পানির প্রবাহ সবচেয়ে বেশি হবে যখন নালাটির-
গভীরতা প্রন্থ থেকে দ্বিগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে দ্বিগুণ হবে
গভীরতা প্রন্থ থেকে তিনগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে তিনগুণ হবে
266. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
Explained:- পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে। কারণ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বিন্দুর গভীরতা তরলের ঘনত্ব ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ, p = hpg.
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
267. নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
বৈশ্বানর
বায়ুসখা
আবীর
বহ্নি
268. মোবাইল ফোনে ব্যবহৃত SIM-এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identification Mechanism
Subscriber Identity Method
Subscriber Identification Management
269. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
270. বাসগৃহের জন্য ন্যূনতম সচল ভার-
ব্যাখ্যা: বাসগৃহের জন্য লোড = 200 kg/m² সভাকক্ষের জন্য লোড = 500 kg/m² সিঁড়ির জন্য লোড = 500 kg/m²
100 kg/m²
200 kg/m²
300 kg/m²
400 kg/m²
271. Pitot tube দিয়ে কী মালা হয়?
Explained Pitot tube দিয়ে দুই ধরনের চাপ পরিমাপ করা হয়, যথা (i) Static pressure এবং (ii) Total impact pressure. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ন প্রশ্ন 1. Pitot tube যারা কী পরিমাপ করা হয় গতিবেগ। 2. In a pitot tube, the kinetic energy is converted into pressure energy 3. The lower end of the pitot tube is bet an angle of-90 4. The most common device used for measuring air speed is-pitot tube
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
272. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয়, তাকে বলে-
জিটিএস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী
273. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Explained: যে সকল যন্ত্র দিয়ে ফ্লুইডের চাপ পরিমাপ করা হয়, তাদেরকে প্রেসার গেজ বলে। অত্যন্ত কম চাপ পরিমাণ করার জন্য পিজোমিটার ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A Piezometer tube is used only for measuring - Moderate pressure 2. Piezometer is used to measure Very low pressures 3. The pressure of a liquid measured with the help of a Piezometer tube is Gauge pressure
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
274. পাইপ দিয়ে তরল প্রবাহের সময় ও শক্তি-
অপচয় হয়
বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
উপরের সবকয়টি
275. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
Explained:- বায়ুমন্ডলীয় চাপ: বাতাসের ওজন আছে এবং এ চাপরে বায়ুমন্ডলীয় চাপ বলে। পরীক্ষা করে দেখা গেছে সমুদ্র পৃষ্ঠ হতে যতদূর পর্ষ উপরে বাতাস আছে সেই উচ্চেতার বাতাস প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রের উগা 1.03kg চাপ প্রয়োগ করে। তাই সমুদ্রের লেভেলে বা স্তরে বাস্তু চাল 1.03 kg/cm² বা 10.3m পানির প্রেসার হেড বা 76cm পারদ দুস্তর সমান। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 . যে যন্ত্রের সাহায্য বায়ুমন্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- ব্যারোমিটার 2. নেগেটিভ প্রেসার বায়ুমন্ডলের চাপ অপেক্ষা- কম 3. সমুদ্রপৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ- 1.033 kg/cm² 3. যখন অরিফিস থেকে তরল বায়ুমন্ডলে নির্গত না হয়ে অন্য পদার্থে নির্গত হয় তখন তাকে বলে সাবমার্জড অরিফিস 5. খোলা চ্যানেল পানি প্রবাহিত হলে এর উপরিতল থাকে- বায়ুমন্ডলে
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
276. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
277. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Explained: কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম Potential energy বা বিভব শক্তি। স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তি = বস্তুর ভর X অভিকর্ষজ ত্বরণ উচ্চতা = বস্তুর ওজন × উচ্চতা উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The maximum displacement of a particle executing S.H.M. corresponds to -Zero kinetic energy and maximum potential energy 2. A particle executes a simple harmonic motion. While passing through the mean position, the particle possesses - Maximum kinetic energy and minimum potential energy 3. Which of the following statement is wrong? - The length of divergent portion in a Venturimeter is equal to the convergent portion.
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
278. কোন বইটি মুক্তিযুদ্ধভিত্তিক?
সূচনা
Millions of babies in pain
নাইন মান্থস টু ফ্রিডম
আমার কিছু কথা
279. দীর্ঘ পাইপের ক্ষেত্রে নিম্নের কোন বাধা বেশি?
ঘর্ষণজনিত
বেগজনিত
প্রবেশের কারণে
চাপজনিত
280. 'যা লাফিয়ে চলে'- এক কথায় বলে-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ