314. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণার মোট হেড-
ব্যাখ্যা: বার্নোলির সূত্র: অবিশ্রান্ত ধারায় প্রবহমান কোনো খাঁটি অসংকোচনশীল তরল পদার্থ এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়ার সময় তার প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রত্যেক কণার মোট হেড সমান হবে। এটা এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে, তরলের প্রবাহপথে ঘর্ষণের জন্য কোনো হেডের অপচয় হয় না। বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ ঘটে-
(i) মিটার,
(ii) অরিফিস মিটার,
(iii) পিটট টিউবে