138. প্যারালাল সার্কিট যখন রেজোন্যান্সের হয়, তখন পাওয়ার ফ্যাক্টর-
ব্যাখ্যা: (i) প্যারালাল রেজোন্যান্স অবস্থায় শাখা কারেন্টসমূহের উল্লম্ব উপাংশের ভেক্টর যোগফল শূন্য হবে। (ii) অ্যাডমিট্যান্স সর্বনিম্ন, ইম্পিড্যান্স সর্বোচ্চ(ii) কারেন্ট সর্বনিম্ন (iv) পাওয়ার ফ্যাক্টর ইউনিটি (v)ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ সাসসেপট্যান্সের মান সমান।