465. কোনটি নিজে নিজে স্টার্ট নিতে পারে?
ব্যাখ্যা: যখন থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের আর্মেচারে থ্রি-ফেজ সাপ্লাই দেওয়া হয় তখন মোটরে ঘূর্ণায়মান ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। উক্ত ম্যাগনেটিক ফিল্ড সিনক্রোনাস স্পিডে (N=1201 P ঘুরতে থাকে, যার ফলে রোটর করেলে আবিষ্ট হয়ে আবিষ্ট ভোল্টেজ উৎপন্ন করে, যার জন্য রোটর কারেন্ট সৃষ্টি হয়। উক্ত কারেন্টের জন্য রোটরে টর্ক উৎপন্ন হয়, যেটির দিক হয় ঘূর্ণায়মান ম্যাগনেটিক ফিল্ড বরাবর। এই কারণে মোটরটি ঘুরতে শুরু করে।