Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
1161. "দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার” গানটির রচয়িতা কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
ইসমাইল হোসেন সিরাজী
ফররুখ আহমদ
1162. কোনটি নজরুল ইসলামের রচিত নয়?
ভাঙ্গার গান
অশ্রুমালা
সাম্যবাদী
চন্দ্রবিন্দু
1163. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ-
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
1164. . "সাম্যের গান গাই-আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।” কবিতাংশটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
শেখ ফজলল করিম
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
1165. 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
ইব্রাহীম খাঁ
রবীন্দ্রনাথ ঠাকুর
আকবর উদ্দীন
1166. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
নিত্য
প্রাদি
উপপদ
অলুক
1167. রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ" গানটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
1168. "আমি... আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।”
ঝঞ্ঝা
চিরদুর্দম
হাম্বীর
ধূর্জটি
1169. কাজী নজরুল ইসলামের লেখা 'ঝিলিমিলি' গ্রন্থখানি-
কাব্য
নাটক
সংগীত
উপন্যাস
1170. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
অগ্নিবীণা
কুহেলিকা
শেষ প্রশ্ন
দোলন-চাঁপা
1171. "মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য" এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ-
বিদ্রোহী
প্রলয়োল্লাস
শাত-ইল-আরব
খেয়াপারের তরণী
1172. "আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।” পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
বিদ্রোহী
কাণ্ডারী হুশিয়ার
সৃষ্টি সুখের উল্লাসে
সাম্যবাদী
1173. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? "কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ।”
কাণ্ডারী হুশিয়ার
খেয়াপারের তরণী
সিন্ধু: প্রথম তরঙ্গ
সিন্ধু: দ্বিতীয় তরঙ্গ
1174. 'দেবদত্ত' কোন সমাস?
চতুর্থ তৎপুরুষ
প্রাদী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
তৃতীয় তৎপুরুষ
1175. 'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি?
মৃত প্রায় যে
অর্ধ সময় ব্যাপিয়া মৃত
অর্ধ রূপে মৃত
অর্ধ মৃত যে
1176. 'রাজবন্দীর জবানবন্দী' কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
প্রমথ চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
1177. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
সোনার তরী
দ্রুতগামী
ভারপ্রাপ্ত
প্রাণপ্রিয়
1178. "গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।” পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
নারী
জীবন বন্দনা
বন্দনা
সাম্যবাদী
1179. 'রুদ্রমঙ্গল' কী ধরনের রচনা?
গল্পগ্রন্থ
নাটক
উপন্যাস
প্রবন্ধ
1180. "ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান” পঙ্ক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা