বাঙলাদেশে 'খুমি' উপজাতিরা বান্দরবান জেলায় বসবস করে। বাংলাদেশে বসবাসকারা ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংখ্যা ৫০টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং একমাত্র মুসলমন উপজাতি পাঙন। পার্বত্য চট্টগ্রামে মোট ১১টি উপজাতি বাস করে।
রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।