Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
121. আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
একুশের গান একটি বাংলা গান যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত (প্রথম চরণ দ্বারা)। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
আলতাব মাহমুদ
সুবল দাশ
সুজেয় শ্যাম
আলাউদ্দিন আলী
122. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
123. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সিন্ধু-হিন্দাল' কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত- 'দারিদ্র্য' কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
সাম্যবাদী
বিষের বাঁশি
সিন্দু হিন্দোল
অগ্নিবীণা
124. পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-
পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি। পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে। পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে 'বৈসুক', মারমারা বলে 'সাংগ্রাই' আর চাকমারা বলে 'বিঝু'। ত্রিপুরাদের বৈসুক থেকে 'বৈ', মারমাদের সাংগ্রাই থেকে 'সা', আর চাকমাদের বিজু থেকে 'বি' একত্রে 'বৈসাবি' নামে পরিচিত।
পৌষ মাসে
মাঘ মাসে
চৈত্র মাসে
বৈশাখ মাসে
125. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগন্থের রচয়িতা কে?
ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়।
বুদ্ধদেব বসু
সমর সেন
জীবনানন্দ দাশ
নির্মলেন্দু গুণ
126. শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে' গানটির গীতিকার কে?
১৯৭১ সালে 'আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান 'শোন একটি মুজিবুবের থেকে। 'গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়।
গাজী মাজহারুল আনোয়ার
গৌরি প্রসন্ন মজুমদার
নজরুল ইসলাম বাবু
সত্য সাহা
127. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
আসন্ন বিপদ
অস্থির
অকর্মণ্য
128. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা
129. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য
130. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয়-শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ
131. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
বাংলা উপসর্গ ২১টি অ, অহা, অজ, অনা, অ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
উনিশ
বিশ
একুশ
বাইশ
132. প্রথম চৌধরীর ছদ্মনাম কোনটি?
বনফুল
বীরবল
যাযাবর
নীললোহিত
133. 'সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই' কথাগুলি কোন কবির?
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'। বাংলার মধ্যযুগের এক কবি বড়ু চন্ডীদাস উচ্চারণ করেছিলেন মানব-ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী।
রবীন্দ্রনাথ ঠাকুর কবি
চণ্ডীদাস
কাজী নজরুল ইসলাম
কবি জসীম উদ্দীন
134. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
136. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন-
৫৩তম সমাবর্তনে নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ডা. জেন টেরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল'স (হোনোরিস কোওসা) ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক ড. জঁ তিরোল একজন ফরাসি অর্থনীতিবিদ। তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া তত্ত্ব, ব্যাংকিং ও অর্থনীতি এবং মনোবিদ্যাগত অর্থনীতি এর উপর কাজ করেছেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
কৈলাশ সত্যার্থী
ড. জ্যাঁতিরোল
কাজিও ইশিগুয়ো
আবদুর রাজ্জাক গুরনাহ
137. কোনটি নিভুল বাক্য?
আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অন্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
138. 'অদৃশ্য'শব্দের বিপরতিার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টিমান
সদৃশ
139. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
140. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি