Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
101. 'কবর' নাটকের পটভূমি হলো-
'কবর' ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
দেশভাগ
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
গণ-অভ্যুত্থান
102. একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি?
একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক। ১। আকাঙ্খা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা।
দুই
তিন
চার
পাঁচ
103. 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
চলমানতা
বালিশ
সুন্দর
104. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়:
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরকে
শ্রীকৃষ্ণ মজুমদারকে
105. অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ:
হাইকু
সনেট
ব্লাংকভার্স
লিমেরিক
106. 'কবিতার কথা' কার প্রবন্ধ গ্রন্থ?
কবিতার কথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙ্গালী কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধ গ্রন্থ যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল। জীবনানন্দ দাশের প্রাবন্ধিক পরিচয় অদ্যাবধি বিশেষ কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি। তবে তিনি বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা লিখেছিলেন যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তা-ভাবনার স্বাক্ষর বহন করে। কবিতার কথা গ্রন্থের প্রবন্ধাবলী বিশেষভাবে প্রসিদ্ধ। তার 'কবিতার কথা' শিরোনামীয় প্রবন্ধের প্রথম বাক্যাংশ 'সকলেই কবি নয়। কেউ কেউ কবি' বাংলা সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রবচন।
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
107. রাবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
গদ্যছন্দ
মন্দাক্রান্তা ছন্দ
108. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
প্রচীন যুগ
আধুনিক যুগে
মধ্যযুগ
অন্ধকার যুগ
109. 'হেম' শব্দের অর্থ-
সুধাকর
মুক্তা
রত্ন
স্বর্ণ
110. বাংলা উপন্যাস সহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
লালসালু উপন্যাসের মজিদ একটি প্রতীকী চরিত্র - কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং আত্মবিশ্বাসের প্রতীক। লালসালু উপন্যাসের চরিত্র হলো রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, আক্কাস, আমেনা ইত্যাদি।
মানিক বন্দ্যোপাধ্যায়
আবু ইসাহক
হুমায়ূন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ
111. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
মুক্তিযুদ্ধ
ছাত্র আন্দোলন
112. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
লালসালু
আরেক ফাল্গুন
ঘর মন জানালা
114. 'মৈমনসিংহ গীতিকা' গ্রন্থটি সংকলন করেন কে?
মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়ে। প্রথম খন্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
প্রফুল্লচন্দ্র সেন
হীরালাল সেন
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
115. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
রাজিয়া খান
আনোয়ার পাশা
হাসান আজিজুর হক
শওকত আলী
116. 'বীরাঙ্গনা কাব্য' কোন জাতীয় কাব্য?
'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত।
মহাকাব্য
গীতিকাব্য
পত্রকাব্য
মঙ্গলকাব্য
117. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অম্যাবস্যা' উপন্যাসের নায়ক-
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক একজন স্কুলশিক্ষক নাম আরেফ আলী, ঔপন্যাসিক তাকে যুবক শিক্ষক বলে বারবার অভিহিত করেছেন। তাঁর এক মহৎ সাহিত্য কর্ম 'চাঁদের অমাবস্যা' উপন্যাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস।
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
118. ভাডুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্রগুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।
চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
মনসামঙ্গল
ধর্মমঙ্গল
119. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
নিজ বাসভূমে
120. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ?
চঞ্চলা
মরুৎ
ক্ষণপ্রভা
চটুল