বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। তাঁর বলিষ্ট প্রতিভার জাদুস্পর্শে বাংলা গদ্য উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত হয়।
'ক্রীতদাসের হাসি' কথা সাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। উপন্যাসটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে উপন্যাসটি রচিত হয়।
সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক হয়, তাকে কারক বলে। কারক ছয় প্রকার; যথা- ১। কর্তৃকারক, ২। কর্মকারক, ৩। করণকারক, ৪। সম্প্রদান কারক, ৫। অপাদান কারক, ৬। অধিকরণ কারক।
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
20. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।