Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5081. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩
অর্থের
পদের
বাক্যের
শব্দের
5082. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
তথ্য: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ৪ মে ১৮০০ সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে ২৪ মে ১৮০১ সালে।
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
5083. কোনটি বাক্যের বাহন? (সহকার পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২]
শব্দ
আশ্রিত খণ্ডবাক্য
ধ্বনি
পদ
5084. বাক্যের মৌলিক উপাদান কোনটি? [দুদকের কোট পরিদর্শক: ২২ / বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২/ সওজের কার্য সহকারী: ২২]
ভাষা
শব্দ
বর্ণ
ধ্বনি
5085. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক লি. অফিসার: ০৮]
২টি
৫টি
৪টি
৩টি
5086. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে? (পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
আসত্তি
আসক্তি
যোগ্যতা
আকাঙ্ক্ষা
5087. কোনটি শামসুর রহমানর কাব্য?
তথ্য: শামসুর রহমানের কাব্যের নাম রৌদ্র করোটিতে এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। রাখালী পল্লকবি জসীমুদ্দীনের প্রথম কাব্যস্থ। সাঝের মায়া বেগম সুফিয়া কামাল রচনা করেন।
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
5088. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
তথ্য: মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
5089. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
5090. কোন বানানটি শুদ্ধ?
তথ্য: সঠিক বানান-বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
5091. যা চেটে খাওয়ার যোগ্য-
তথ্য: চেটে খাওয়া যায় যা লেহ্য চুষে খাওয়া যায় যা চোষ্য চিবিয়ে খাওয়া যায় যা চ্য
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
5092. বাক্যের তিনটি গুণ কী কী? [২৯তম বিসিএস)
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
5093. ভাষার মূল উপকরণ কী? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ / বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ / বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / ১১তম প্রভাষক নিবন্ধন: ১৪]
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
5094. ক্রীতদাসের হাসি কার রচনা?
তথ্য: ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র ততারী। গণতন্ত্রিক জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার স্তব্ধ থাকেনি।
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
5095. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
তথ্য: দেবী অন্নপূর্ণা, তখন ঈশ্বরী পাটনীকে বর প্রার্থনা করতে বলেন। তিনি, দেবী অন্নপূর্ণার কাছে বর প্রার্থনা করেছেন, তাঁর সন্তান যেন দুধ ভাত খেয়ে থাকতে পারে।
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
5096. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩/ সওজের কার্য সহকারী: ২২/ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২/ গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসার: ১৩/
5097. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
তথ্য: মুনতাসির ফ্যান্টাসি নাটকটি রচনা করেছেন সেলিন আল দীন ।আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলনভিত্তিক কবর নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি। ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয়।
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
5098. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
তথ্য: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বও ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যেও চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দেলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমি সদও দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে"একটি "ভাষা আন্দোলন জাদুঘর "আছে।
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
5099. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
তথ্য: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-উত্তারাধিকার।
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
5100. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি? [১৮-তম বিসিএস)
উক্তি
শব্দ
উপসর্গ
বিভক্তি