5108. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
ড-পন্ডিত (ইংরেজি + তৎসম) শব্দ যোগে গঠিত।
আরো কিছু মিশ্র শব্দ:
- হেড মৌলভী (ইংরেজি + ফারসি)
- রাজা-বাদশা (তৎসম + ফারসি)
- হাট-বাজার (বাংলা + ফারসি)
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম)
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি)
- পকেট-মার (ইংরেজি + বাংলা)
তথ্য: যদ্যপি আমার গুরু বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতচারণমূলক গ্রন্থ ।দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো।
তথ্য: শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন
। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান
চরিত্রের নাম"কমল এছাড়াও দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই
ইত্যাদি
আরবি ভাষার অন্যান্য শব্দ- আতর, আদায়, আবির, আসামি, জলসা, জল্লাদ, হাজির, হাওয়া, নবাব, বিলাত, মুলুক, মেয়াদ, শামিল, কানুন, কায়দা, কিসিমি, তবলা, জমা, খালি ইত্যাদি উল্লেখযোগ্য।